এক্সপ্লোর
Advertisement
ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চাইলে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করুক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক, বললেন সেনাপ্রধান
পুণে: ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করতে হলে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করা ছাড়াও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠতে হবে বলে অভিমত জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শান্তি, সৌহার্দ্য স্থাপনের যে আবেদন করেছেন সম্প্রতি, সে ব্যাপারেই তাঁর এই প্রতিক্রিয়া। জার্মানি ও ফ্রান্স ভাল প্রতিবেশীর মতো থাকতে পারলে ভারত, পাকিস্তানই বা কেন পারবে না, ইমরানের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, প্রতিবেশী দেশ আগে নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতিটা খতিয়ে দেখুক। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সেনাপ্রধান তাঁর ভাষণে বলেছেন, পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করেছে। ভারতের সঙ্গে একসঙ্গে থাকতে চাইলে ওদেরও ধর্মনিরপেক্ষ হয়ে উঠতে হবে। আমরা যেমন ধর্মনিরপেক্ষ দেশ, তেমনই আমাদের মতো হতে চাইলে একটা সুযোগ আছে বলে মনে হয়। আপনারা ইসলামিক রাষ্ট্র হলে কী করে পাশাপাশি থাকা সম্ভব। ভারত ধর্মনিরপেক্ষ, তাই আমাদের একত্রে থাকতে হলে উভয়েরই ধর্মনিরপেক্ষ হওয়া চাই।
তিনি এও বলেন, ভাল দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরির জন্য পাকিস্তান ইতিবাচক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করলেও বাস্তবে তার তেমন প্রতিফলনই চোখে পড়ে না।
ভারত এক পা এগোলে তাঁরা দু পা এগোবেন, ইমরানের এই ঘোষণার ব্যাপারে জেনারেল রাওয়াত বলেন, ওদের বক্তব্যের মধ্যে দ্বন্দ্ব আছে। ওপারের এক পা এগনোর মধ্যে ইতিবাচক ঢং থাকা চাই। আমাদের দেখতে হবে, বাস্তবে সেই পদক্ষেপ কোনও ফল দিচ্ছে কিনা। এখনও পর্যন্ত আমাদের একটা স্পষ্ট নীতি রয়েছে- সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। তিনি এও বলেন, অনেক ক্ষেত্রেই ভারত প্রথম পদক্ষেপ করেছে, এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পালা পাকিস্তানের।
প্রসঙ্গত, সন্ত্রাস ইস্যুতে ফের পাকিস্তানে হতে চলা সার্ক বৈঠকে যোগদানে অসম্মতি জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বুধবারই বলেছেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যে মূহূর্তে ইতি টানবে, দুদেশের আলোচনা শুরু হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement