Cyclone Jawad: আজ রাতেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', জানাল হাওয়া অফিস
Cyclone Jawad Update: হাওয়া অফিস সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপে (Depression) পরিণত হয়েছে। বর্তমানে যার অবস্থান দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal)। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।
কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone) 'জাওয়াদ'। আজ রাতেই গভীর নিম্নচাপে (Depression) পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', জানাল হাওয়া অফিস। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, গতকালের নিম্নচাপ আজ আরও ঘনীভূত হয়েছে। এটি প্রথমেই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আরও একটু ঘনীভূত হয়ে আজ রাতে গভীর নিম্নচাপে পরিণত হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপে (Depression) পরিণত হয়েছে। বর্তমানে যার অবস্থান দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal)। প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আরও ঘনীভূত হয়ে রাতের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর পশ্চিমে এগিয়ে গিয়ে আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার সকালে পৌঁছে যাবে উত্তর ওড়িশা ও দক্ষিণ অন্ধ্র উপকূলের কাছে। এর প্রভাবে শনিবার, রবিবার, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে জেলাগুলি। শুধুমাত্র শনিবার পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার বাড়বে বৃষ্টি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ হাওড়া এবং কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
অন্ধ্র-ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় প্রভাবের আশঙ্কা। পরিস্থিতি পর্যালোচনায় দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মুম্বই থেকে কলকাতা ফিরেই নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় উপকূলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই কলকাতা-সহ ৭ জেলায় এনডিআরএফের ৮টি দল মোতায়েন করা হয়েছে। সোমবার পর্যন্ত দিঘা, মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শনিবার পর্যন্ত ৫৩টি দূরপাল্লার ট্রেন বাতিল। হাওড়া থেকে ওড়িশা, দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন বাতিল।
আরও পড়ুন: Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় জেলায় জেলায় সতর্কতা জারি