Mamata Report on Cyclone Yaas: 'এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন,' প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে বলেন মুখ্যমন্ত্রী
নবান্ন সূত্রে খবর, কলাইকুণ্ডায় যাওয়ার পর অপেক্ষা করতে বলা হয় মুখ্যমন্ত্রীকে।
কলাইকুণ্ডা: তিনি আগেই জানিয়েছিলেন যে, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে থাকবেন না। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করে ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত সংগৃহীত তথ্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঘূর্ণিঝড় ইয়াসে রাজ্যের ক্ষতির খতিয়ান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মোদির হাতে রিপোর্ট তুলে দিয়ে মমতা বলেন, 'এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।' এরপরই বেরিয়ে যান মমতা।
প্রধনামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়েও কিছুটা নাটক হল শুক্রবার। নবান্ন সূত্রে খবর, সাগর থেকে প্রধানমন্ত্রীর দফতরের অফিসারকে মেসেজ করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতের জন্য সময় চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চলে আসবেন মুখ্যমন্ত্রী।’ মুখ্যসচিবের প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রীর দফতরের অফিসার, নবান্ন সূত্রে এমনটাই খবর।
যদিও নবান্ন সূত্রে খবর, কলাইকুণ্ডায় যাওয়ার পর অপেক্ষা করতে বলা হয় মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, জানান মুখ্যমন্ত্রী। তাঁকে তখন বলা হয়, প্রধানমন্ত্রী একটি বৈঠকে রয়েছেন, শেষ না করে আসবেন না। নবান্ন সূত্রে খবর, এরপরই মুখ্যমন্ত্রী বলেন, '১ মিনিটের তো দরকার!' এরপর মুখ্যসচিবকে নিয়ে প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তিনি বলেন, 'এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।’ রিপোর্ট দিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। সেইসময় মোদির বৈঠকে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী। মোদির কাছে রিপোর্ট জমা নিয়ে ক্ষুব্ধ নবান্ন, খবর সূত্রের। বলা হচ্ছে, ১ মিনিটের জন্য দেখা করতে চাওয়া হয়েছিল, তাও কেন অপেক্ষা করতে বলা হয়?
ইয়াসের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা। দিঘা ও সুন্দরবনের উন্নয়নের জন্য আলাদা করে আর্থিক প্যাকেজও কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রসঙ্গে সংযোজন, 'দিঘা ও সুন্দরবনের উন্নয়নে প্যাকেজ ১০ হাজার কোটির করে প্যাকেজ।'