এক্সপ্লোর
Advertisement
বিবাহ বিচ্ছেদের মামলা দায়েরের পরই গয়ার হোটেল থেকে নিখোঁজ লালু-পুত্র তেজ প্রতাপ
পটনা: দিন কয়েক ধরেই সংবাদমাধ্যমে চর্চায় রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বিবাহিত পুত্র তেজ প্রতাপের বিবাহ বিচ্ছেদের খবর। বাবার সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেই গিয়েছিলেন তেজ। এরপর রাঁচি থেকে পটনা ফেরার পথে বৌদ্ধ গয়ায় একরাত কাটান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। সূত্রের খবর, বৌদ্ধ গয়ার হোটেল থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান তেজ। এখনও অবধি তাঁর কোনও সন্ধান নেই।
প্রসঙ্গত, মাত্র ছ মাস আগেই বিয়ে হয়েছিল তেজের। ঐশ্বর্য রাই তাঁর স্ত্রীর নাম। বিবাহবিচ্ছেদের মামলা দায়েরের পরের দিনই নিখোঁজ হয়ে যান তেজ। জানা গিয়েছে, ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে হোটেলের ঘর থেকে বেরিয়ে যান তেজ। সূত্রের খবর, নিরাপত্তাবাহিনীর চোখ এড়িয়ে পিছনের দরজা দিয়ে উধাও হয়ে যান তেজ। তিনি তাঁর গাড়ি নিয়েই নিখোঁজ হয়েছেন। মনে করা হচ্ছে তেজ বৃন্দাবন চলে গিয়েছেন।
লালুর সঙ্গে দেখা হওয়ার পরও তেজ তাঁর বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় থেকেছেন বলেই শোনা গিয়েছে। তাই হয়তো নিজেকে আপাতত অন্তরালে রেখেছেন তেজ।
ঐশ্বর্য রাই আরজেডি নেতা চন্দ্রিকা রাইয়ের মেয়ে। ১২ মে বিয়ে হয় তাঁদের। রাই হলেন আবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনি।
এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে তেজ প্রতাপের আইনজীবী যশবন্ত কুমার শর্মা বলেন, তেজ-ঐশ্বর্য কোনওভাবেই মানিয়ে নিতে পারছেন না। আপাতত এই সম্পর্কের ভবিষ্যত কী, সেটা সময়ই বলে দেবে।
They couldn't get along. Application under Hindu Marriage Act was filed through me on behalf of Tej Pratap Yadav. I can't say anything else at this moment: Yashwant Kumar Sharma,Tej Pratap Yadav's advocate on him filing for divorce from Aishwarya Rai. They got married in May 2018 pic.twitter.com/GArfAMrKsx
— ANI (@ANI) November 2, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement