এক্সপ্লোর
Advertisement
কালীঘাটে গাড়ির ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, ভুবনেশ্বর থেকে গ্রেফতার অভিযুক্ত
সিসিটিভি ফুটেজের সূত্রে অভিযুক্তের গাড়ির খোঁজ পায় পুলিশ।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কালীঘাট ট্রাম ডিপোর সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, দুর্ঘটনার পর অভিযুক্ত যুবক ভুবনেশ্বরে পালিয়ে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজের সূত্রে অভিযুক্তের গাড়ির খোঁজ পায় পুলিশ। তারপর আজ ভুবনেশ্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত, ২৩ বছরের সন্তোষ সাহানির বাবার বড় ব্যবসা রয়েছে। সন্তোষ বি-কম দ্বিতীয় বর্ষে পড়ার সময় পড়াশোনা ছেড়ে দেন। তারপর থেকে বাবার ব্যবসার দেখাশোনা করতেন। শনিবার খিদিরপুরের ভূকৈলাস রোডের বাড়ি থেকে বেরিয়ে রবীন্দ্র সরোবর লেকের দিকে যাচ্ছিলেন সন্তোষ। সেই সময় দুর্ঘটনা ঘটে। এরপর বাড়ি ফিরে যান তিনি। পরে বিমানে ভুবনেশ্বরে পালিয়ে যান। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ এনেছে পুলিশ।
গতকাল সকালে কালীঘাট ট্রাম ডিপোর সামনে ওই দুর্ঘটনা ঘটে। পুজোর ফুল কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্কুল শিক্ষিকা শুভলক্ষ্মী বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, রাস্তায় প্রচণ্ড গতিতে এসে একটি গাড়ি ওই মহিলাকে ধাক্কা মারে। তিনি ছিটকে পড়ে যান। গাড়িটি তাঁকে ধাক্কা মেরে রাসবিহারীর দিকে পালিয়ে যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই শিক্ষিকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
পুজো পরব
জেলার
Advertisement