এক্সপ্লোর
Advertisement
Telangana-য় চটের বস্তায় পাওয়া গেল ৩০টি বানরের পচাগলা মৃতদেহ, বিষ দিয়ে মারা হয়েছে, সন্দেহ বন দফতরের কর্তাদের
Forest Department officials started probe into the incident. | মৃতদেহগুলিতে এতটাই পচন ধরেছে, সেগুলির ময়নাতদন্ত করাও সম্ভব হয়নি।
হায়দরাবাদ: কেরলে বাজিভর্তি আনারস খাইয়ে একটি অন্তঃসত্ত্বা হাতিকে মেরে ফেলার ঘটনা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। ফের প্রাণীদের প্রতি নৃশংস আচরণের নজির দেখা গেল তেলঙ্গানায়। মেহবুবাবাদ জেলায় একটি চটের বস্তা থেকে উদ্ধার হল ৩০টি বানরের মৃতদেহ। তাদের বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে বলে সন্দেহ বন দফতরের আধিকারিকদের। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘মঙ্গলবার শনিগাপুরম গ্রামের কাছে একটি টিলা থেকে চটের বস্তাটি পাওয়া যায়। মৃতদেহগুলির মধ্যে বিভিন্ন বয়সের বানর রয়েছে। মৃতদেহগুলিতে এতটাই পচন ধরেছে, সেগুলির ময়নাতদন্ত করাও সম্ভব হয়নি। বানরগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে কে, কী কারণে বানরগুলিকে মেরে ফেলল, সেটা এখনও জানা যায়নি। কৃষকরা ফসল রক্ষা করার জন্য বানরগুলিকে মেরে ফেলেছে না অন্য কেউ এই কাণ্ড ঘটিয়েছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement