এক্সপ্লোর
Advertisement
দিল্লির ভোটে হার: ‘গোলি মারো’, ‘ভারত-পাকিস্তান ম্যাচ’-এর মতো মন্তব্য করা উচিত হয়নি, বললেন অমিত শাহ
দল এই ধরনের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।
নয়াদিল্লি: দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতারা প্রধান ইস্যু করেছিলেন শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভকে। একাধিক বিজেপি নেতা শাহিনবাগের আন্দোলনকারীদের গুলি করে মারার দাওয়াই দেন। কেউ কেউ আবার দিল্লির ভোটকে ‘ভারত-পাকিস্তান ম্যাচ’-এর সঙ্গেও তুলনা করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালকে সন্ত্রাসবাদী বলেও দাবি করেন একাধিক বিজেপি নেতা। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। দল এই ধরনের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, ‘‘গোলি মারো’, ‘ভারত-পাক ম্যাচ’-এর মতো মন্তব্য করা ঠিক হয়নি। আমাদের দল এই ধরনের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে। দিল্লি নির্বাচনের প্রচারে দলীয় নেতাদের এই ধরনের মন্তব্যের ফলেই হয়তো হারতে হয়েছে বিজেপি-কে। তবে বিজেপি হার-জিতের কথা ভেবে নির্বাচনে লড়াই করে না। আমাদের আদর্শ প্রচার করাই লক্ষ্য। দিল্লিতে আমরা হেরে গেলেও, এই ভোটের ফল নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে মানুষের রায় না। যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান, তাঁরা দফতর থেকে সাক্ষাৎকারের সময় নিতে পারেন। আমরা তিনদিনের মধ্যে আলোচনার সময় দেব।’ কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছে বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর আরও বক্তব্য, প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার আছে। শাহিনবাগের আন্দোলনের সঙ্গে পিএফআই-এর যোগ আছে কি না, সেটা সরকার খতিয়ে দেখছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
খবর
জেলার
Advertisement