আগামী ৩ মাস বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণ করবে সরকার, জানিয়ে দিলেন হরদীপ সিংহ পুরী
সোমবার থেকে ফের চালু হচ্ছে ঘরোয়া উড়ান।
40% of seats have to be sold at a fare less than the midpoint of the band. For example, midpoint of Rs 3500 & Rs 10000 is Rs 6700. So 40% of the seats have to be sold at a price less than Rs 6700. This is how we're ensuring that fares don't go out of control: Civil Aviation Secy https://t.co/KlapuNf7bk pic.twitter.com/wl96ZzfmI2
— ANI (@ANI) May 21, 2020
অসামরিক় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ‘দিল্লি-মুম্বই রুটে বিমানের টিকিটের দাম ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে থাকবে। এছাড়া একটি বিমানের ৪০ শতাংশ আসনের টিকিটের দাম কম রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি বিমানে যদি ১৮০টি আসন থাকে, তাহলে সব টিকিটের দামই ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে থাকবে। একইসঙ্গে ৭২টি আসনের টিকিটের দাম রাখতে হবে ৩,৫০০ টাকা থেকে ৬,৭৫০ টাকার মধ্যে।’
We've set a minimum & a maximum fare. In the case of Delhi, Mumbai the minimum fare would be Rs 3500 for a journey between 90-120 minutes, maximum fare would be Rs 10,000. This is operative for 3 months - till one minute to midnight on 24th August: Civil Aviation Minister HS Puri pic.twitter.com/oOGowbfnle
— ANI (@ANI) May 21, 2020
পুরী আরও জানিয়েছেন, ‘উড়ানের সময়ের ভিত্তিতে দেশকে সাতটি ভাগে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলি হল- ৪০ মিনিটের কম, ৪০ থেকে ৬০ মিনিট, ৬০ থেকে ৯০ মিনিট, ৯০ থেকে ১২০ মিনিট, ১২০ থেকে ১৫০ মিনিট, ১৫০ থেকে ১৮০ মিনিট এবং ১৮০ থেকে ২১০ মিনিট। সব রুটেই টিকিটের সর্বোচ্চ দাম বেঁধে দেবে সরকার।’
A self-declaration or Aarogya Setu App status on a compatible device would be obtained to ensure that a passenger is free of #COVID19 symptoms. Passenger with red status on Aarogya Setu App will not be allowed to travel: Civil Aviation Minister Hardeep Singh Puri https://t.co/RgeIxUjPjt
— ANI (@ANI) May 21, 2020
লকডাউনের জেরে দু’মাস ধরে বন্ধ সাধারণ যাত্রীবাহী উড়ান। সোমবার থেকে ফের চালু হচ্ছে ঘরোয়া উড়ান। তার আগে আজ সরকারের পক্ষ থেকে দিল্লি-মুম্বই রুটের টিকিটের দাম জানিয়ে দেওয়া হল। তবে অন্য কোনও রুটের টিকিটের দাম এখনও জানানো হয়নি।