এক্সপ্লোর
হনুমান চালিসা পাঠ করার পর থেকে তাঁকে ব্যঙ্গ করছে বিজেপি, ভোটের দিন ট্যুইট করে অভিযোগ কেজরীবালের
গতকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে কনট প্লেসের কাছে একটি হনুমান মন্দিরে পুজো দিতে যান কেজরীবাল।
![হনুমান চালিসা পাঠ করার পর থেকে তাঁকে ব্যঙ্গ করছে বিজেপি, ভোটের দিন ট্যুইট করে অভিযোগ কেজরীবালের Delhi Polls: BJP Deriding Me After I Recited Hanuman Chalisa On ABP News, Says Kejriwal হনুমান চালিসা পাঠ করার পর থেকে তাঁকে ব্যঙ্গ করছে বিজেপি, ভোটের দিন ট্যুইট করে অভিযোগ কেজরীবালের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/08195717/413578-pti-arvind-kejriwal-4-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
নয়াদিল্লি: দিল্লিতে বিধানসভা ভোটের দিন সকালে ট্যুইট করে বিজেপি-র বিরুদ্ধে তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ করার অভিযোগ আনলেন অরবিন্দ কেজরীবাল। আজ সকাল এগারোটায় ট্যুইটে দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি একটি টেলিভিশন চ্যানেলে হনুমান চালিসা পাঠ করার পর থেকেই বিজেপি ক্রমাগত আমাকে ব্যঙ্গ-বিদ্রুপ করে চলেছে। গতকাল আমি হনুমান মন্দিরে গিয়েছিলাম। আজ বিজেপি নেতারা বলছেন, আমি যাওয়ায় মন্দির অশুদ্ধ হয়ে গিয়েছে। এটা কী ধরনের রাজনীতি? ঈশ্বর তো সবার। ঈশ্বর সবার মঙ্গল করুন, বিজেপি সমর্থকদেরও।’
जब से मैंने एक TV चैनल पे हनुमान चालीसा पढ़ा है, भाजपा वाले लगातार मेरा मज़ाक़ उड़ा रहे हैं। कल मैं हनुमान मंदिर गया।आज भाजपा नेता कह रहे हैं कि मेरे जाने से मंदिर अशुद्ध हो गया। ये कैसी राजनीति है? भगवान तो सभी के हैं। भगवान सभी को आशीर्वाद दें, भाजपा वालों को भी।
सबका भला हो
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2020
গতকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে কনট প্লেসের কাছে একটি হনুমান মন্দিরে পুজো দিতে যান কেজরীবাল। এই বিষয়টি নিয়ে তাঁকে আক্রমণ করে দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেন, ‘জুতো খোলার পর হনুমানের উদ্দেশে মালা দেন কেজরীবাল। এটা ঈশ্বরের অবমাননা। তিনি মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন না ঈশ্বরের অবমাননা করতে গিয়েছিলেন?’ দিল্লির মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, তিনি হাত দিয়ে জুতো খোলেননি। ফলে ঈশ্বরের অবমাননা করেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)