এক্সপ্লোর
শরীর-স্বাস্থ্য ও চিকিত্সার দিকে সম্পূর্ণ নজর দিতে চান, মন্ত্রিসভায় থাকতে চান না, মোদিকে চিঠি দিয়ে জানালেন জেটলি
বিগত মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী জেটলি চার পৃষ্ঠার চিঠি লিখে ফের মন্ত্রিত্বের দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন। কিছুদিন ধরে শরীর ঠিক নেই তাঁর।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে চিঠি লিখে স্বাস্থ্যের কারণে নতুন মন্ত্রিসভায় থাকতে চান না বলে জানিয়ে দিলেন অরুণ জেটলি। বিগত মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী জেটলি চার পৃষ্ঠার চিঠি লিখে ফের মন্ত্রিত্বের দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন। কিছুদিন ধরে শরীর ঠিক নেই তাঁর। বিদেশে গিয়ে চিকিত্সাও করিয়ে এসেছেন, কিডনি প্রতিস্থাপন করিয়েছেন। কিন্তু তারপরও সম্পূর্ণ ফিট নন। সেজন্যই এই সিদ্ধান্ত। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজেপি-এনডিএর চোখধাঁধানো সাফল্যের পর নতুন মন্ত্রিসভায় জেটলির থাকা নিয়ে জল্পনা চলছিল। আজ নিজেই তাঁর অবসান ঘটালেন তিনি। চিঠিতে জেটলি বলেছেন, শরীর ও চিকিত্সার দিকে সম্পূর্ণ নজর দিতে চান বলে নতুন সরকারে সামিল হওয়ার ইচ্ছা নেই, এটা মোদিকে মৌখিকভাবও আগেই জানিয়ে দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, আপনাকে লিখছি আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করার জন্য যে, আমার নিজের জন্য, চিকিত্সা ও শরীরের দিকে খেয়াল রাখার জন্য যথেষ্ট সময় চাই এবং সেজন্য নতুন সরকারে এখনকার মতো কোনও দায়িত্ব পালন থেকে আমায় অব্যহতি দিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















