দেশে আক্রান্তদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১৭.৪ দিনে, পরিস্থিতির উন্নতি হচ্ছে, দাবি কেন্দ্রের
"দু সপ্তাহ আগে ১৫.৪ দিনে দেশের করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতো...."
![দেশে আক্রান্তদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১৭.৪ দিনে, পরিস্থিতির উন্নতি হচ্ছে, দাবি কেন্দ্রের Doubling time of coronavirus cases in India improves to 17.4 days: Union Health Ministry দেশে আক্রান্তদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১৭.৪ দিনে, পরিস্থিতির উন্নতি হচ্ছে, দাবি কেন্দ্রের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/13005651/Coronavirus-Hyderabad.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্ত সংখ্যার দ্বিগুণ হওয়ার হারে কিছুটা উন্নতি। কেন্দ্রের প্রকাশিত সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী, সংখ্যা দ্বিগুণ হওয়ার হার ১৫.৪ দিন থেকে বেড়ে বর্তমানে হয়েছে ১৭.৪ দিন।
শুক্রবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তথ্য প্রকাশ করে, সেখানে বলা হয়েছে, দু সপ্তাহ আগে ১৫.৪ দিনে দেশের করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতো। কিন্তু, এখন সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগছে ১৭.৪ দিন। মন্ত্রক আরও জানিয়েছে, লকডাউন যে সময় জারি করা হয়েছিল, সেই মার্চ মাসের শেষদিকে, সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগত ৩.৪ দিন।
#CoronaWatch ????
▪️ 2,97,535 total confirmed cases ▪️ 1,47,195 cases cured/recovered ✔️ 53,63,445 samples tested Here's the State-wise distribution of #COVID19 cases in the country (as on June 12, 2020) ????#IndiaFightsCorona pic.twitter.com/kHcJlcMBTQ — PIB India (@PIB_India) June 12, 2020
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত, গত ২৪-ঘণ্টায় দেশে নতুন ১০ হাজার ৯৫৬ জন সংক্রমিত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৪৯৮। ২৪-ঘণ্টায় মারা গিয়েছেন ৩৯৬ জন। সুস্থ হওয়ার হারেও বৃদ্ধি হয়েছে। বর্তমানে তা প্রায় ৪৯.৫ শতাংশে দাঁড়িয়ে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১ লক্ষ ৪৭ হাজার ১৯৪ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন আরও ১ লক্ষ ৪১ হাজার ৮৪২ জন। গত ২৪-ঘণ্টায় মোট ৬ হাজার ১৬৬ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে, আইসিএমআর-এর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৩ লক্ষ ৬৩ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪-ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩০৫ জনের। এখন ৬৩৭টি সরকারি সহ দেশের মোট ৮৭৭টি পরীক্ষাকেন্দ্রে নমুনা পরীক্ষা সমানতালে চলছে। প্রসঙ্গত, এদিনই ইংল্যান্ডকে টপকে আক্রান্তের নিরিখে বিশ্ব ক্রম তালিকায় এবার ৪ নম্বরে উঠে এসেছে ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)