Durga Puja 2020 LIVE Updates: নবান্ন থেকে ১২ জেলার ১১০ পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাজালেন শাঁখ
2020 Durga Pujo LIVE Updates: করোনার সংক্রমণ এড়াতে বেনজির উদ্যোগ সন্তোষ মিত্র স্কোয়ারের। পাড়ার বাসিন্দা ছাড়া বাইরের কারও মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা। একই পথে বেহালা দেবদারু ফটক।
LIVE
Background
কলকাতা: একুশের ভোটের আগে শেষ দুর্গাপুজো, আর তা নিয়েই তৃণমূল-বিজেপির দুর্গাপুজো-রাজনীতি তুঙ্গে। যাকে বলে নারদ-নারদ।
বাংলার দুর্গাপুজোয় শাসক দলের নেতাদের দাপট কারও অজানা নয়। পুজো মানেই জনসংযোগ, আর সেই হাওয়া এবার নিজেদের পালে কাড়তে তৎপর বিজেপিও। সল্টলেকে ইজেডসিসিতে একটি দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিজেপি। জানিয়েছেন দলেরই নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানান, এই প্রথম বিজেপি পুজো অর্গ্যানাইজ করছে। ষষ্ঠীর দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সম্বিত পাত্র স্তোত্রপাঠ করবেন সশরীরে থেকে। নাড্ডা থাকবেন সশরীরে বা ভার্চুয়ালি। ভার্চুয়াল মাধ্যমে সেই পুজো উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। অন্যদিকে ‘বঙ্গজীবনের অঙ্গ রাম’, এই স্লোগানকে হাতিয়ার করে পুজোয় সামিল হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদও।
পার্থ চট্টোপাধ্যায় বলছেন, এসব করে বাংলায় কোনও লাভ নেই, মা সন্তানদের চেনেন।
অন্যদিকে করোনাকালে বারোয়ারি দুর্গাপুজো বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কেরলের ওনাম উৎসবের পর করোনা সংক্রমণ বৃদ্ধির প্রসঙ্গ টেনে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বলা হয়েছে, মন্ডপ করে দুর্গাপুজো হলে ঠাকুর দেখতে দলে দলে মানুষে ভিড় করবেন, থেকে কোভিড-১৯ সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকছে। তাই বন্ধ রাখা হোক দুর্গাপুজো। মামলাকারী দাবির সমর্থনে মহারাষ্ট্রে বারোয়ারি গণেশ পুজো ও মহরম উৎসবের অনুমতি দেওয়া হয়নি বলেও উল্লেখ করেছেন।
রাজ্য সরকারের আর্থিক অনুদান এবার পেতে চলেছে আরও পুজো কমিটি। দশ বছরের কম পুরোনো নতুন পুজো কমিটিকে অনুদান, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
পুজোর উদ্বোধনে গিয়ে মণ্ডপে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী
করোনা সংক্রমণ এড়াতে এবার প্যান্ডেল তৈরির ক্ষেত্রে, বেশকিছু পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
করোনা আবহে এবছর কুমারী পুজো বন্ধ আসানসোল রামকৃষ্ণ মিশনের, হবে না ভোগ বিতরণও
করোনা আবহে এবছর কুমারী পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আসানসোল রামকৃষ্ণ মিশন। হবে না ভোগ বিতরণও। দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। বিধি মেনে হবে পুষ্পাঞ্জলি।
নবান্ন থেকে ১২ জেলার ১১০ পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাজালেন শাঁখ
নবান্ন সভাগৃহ থেকে এদিনও ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন ১২টি জেলার ১১০টি পুজোর উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে শাঁখ বাজাতেও দেখা গিয়েছে। করোনা আবহে রাজ্যবাসীকে সতর্ক ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
'গরিব পুজোকেও অনুদান', নবান্ন সভাগৃহ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুধু ১০ বছরের পুরনো পুজো নয়, আর্থিক অনটনে থাকা পুজোকমিটিকেও অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। গতকাল নবান্ন সভাগৃহে পুজো অনলাইন অনুষ্ঠানের উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
হাইকোর্টের প্রশ্ন নিয়ে মন্তব্য এদিন এড়িয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, 'উৎসবও চলবে, করোনাও থাকবে। ঘুরিয়ে' তাঁর দাবি, 'এটা শুধু বাঙালির উৎসব নয়, এটা জাতির উৎসব। সচেতনতার মধ্যে দিয়ে দুর্গাপুজো হচ্ছে এবং হবে।'