Dussehra 2021: অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, আজ দশেরা, এক ঝলকে শুভ যোগ, পুজোর বিধি
সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রামলীলা সমিতিগুলি দশমী মেলার জন্য ময়দান পরিষ্কার থেকে শুরু করে রাবণের কুশপুতুল তৈরি করে ফেলেছে।
কলকাতা: আজ অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের পর্ব দশেরা পালিত হবে। এই উপলক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রামলীলা সমিতিগুলি দশমী মেলার জন্য ময়দান পরিষ্কার থেকে শুরু করে রাবণের কুশপুতুল তৈরি করে ফেলেছে।অন্যদিকে, আজকের দিনেই দেবী দুর্গা মহিষাসুরের সংহার করেছিলেন। এ জন্য আজ বিজয়া দশমী হিসেবেও পালন করা হয়।
জেনে নেওয়া যাক শুভ মুহূর্ত
বিজয়া দশমী ১৪ অক্টোবর সন্ধে ৬ টা ৫৪ থেকে শুরু হয়েছে এবং এই তিথি আজ ১৫ অক্টোবর সন্ধে ৬ টা ০২ মিনিট পর্যন্ত
জেনে নেওয়া যাক শুভ যোগ
এবার দশেরা তিনটি শুভ যোগ ঘটতে দেখা যাচ্ছে। সবচেয়ে প্রথমে রবি যোগ, যা ১৪ অক্টোবর রাত ৯ টা বেজে ৩৪ মিনিটে শুরু হয়েছে, যা ১৬ অক্টোবর সকাল ৯ টা ৩১ মিনিট পর্যন্ত থাকবে। অন্যদিকে, সর্বার্থ সিদ্ধ যোগ ১৫ অক্টোবর সকাল ৬ টা ৯ মিনিটে থেকে ১৬ মিনিট পর্যন্ত। আর কুমার যোগ ৯ টা ১৬ মিনিট পর্যন্ত ছিল।
দেখে নেওয়া যাক পুজোর বিধি
সবার আগে একটি চৌকিতে লাল রঙের কাপড় বিছিয়ে ভগবান শ্রীরামের সঙ্গে দেবী দুর্গার মূর্তি স্থাপন করুন। লাল ফুলে পুজো করুন এবং গুড় দিয়ে তৈরি ভোগ নিবেদন করুন। পুজোর পর দানধ্যান করুন এবং দুঃস্থদের খাবার দিন।
এদিকে, আজ দশমীতে বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ এবার উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ আর কিছুক্ষণ পরেই মণ্ডপে শুরু হবে দেবী-বরণের প্রস্তুতি৷ আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দেবেন কৈলাসে৷ এরপর হবে সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা৷