এক্সপ্লোর
সদ্য মা হয়েছেন টিভি কুইন একতা, ছেলের নাম দিলেন বাবা জিতেন্দ্রর নামে
মুম্বই: ভাই তুষার কপূরের পথে হেঁটে সন্তানের জন্ম দিয়েছেন একতা কপূরও। সারোগেসির মাধ্যমে ২৭ তারিখ জন্মেছে তাঁর প্রথম সন্তান। একতা এবার জানিয়েছেন, ছেলের নামও ঠিক করে ফেলেছেন তিনি।
একতা ইনস্টাগ্রামে দুটি পোস্ট করে জানিয়েছেন, ছেলের নাম রাখছেন বাবা জিতেন্দ্রর নামে। তবে তা তাঁর সিনেমায় আসার পরের নাম নয়, বরং প্রকৃত নাম, রবি। নবজাতর নাম হবে রবি কপূর। তিনি লিখেছেন, ঈশ্বরের কৃপায় আমি অনেক সাফল্য পেয়েছি। কিন্তু সন্তানের জন্মের মত আনন্দ আর কিছুতে নেই, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। যা ভাবা হয়, জীবন সব সময় সেভাবে চলে না কিন্তু এ ধরনের ওঠাপড়ার সমাধান আছে সারাক্ষণ। আমি আমার সমাধান পেয়েছি, আর আমি মা হতে পেরে অন্তহীন আনন্দিত।
একতা আরও লিখেছেন, আমার পরিবার ও আমার কাছে এই মুহূর্ত আবেগে ভরা, রবি কপূরের মা হিসেবে নতুন সফর শুরু করার জন্য অধৈর্য হয়ে উঠেছি। সন্তানের জন্য সকলের ভালবাসা ও আশীর্বাদ চেয়েছেন তিনি।
অন্য পোস্টটিতে তিনি তাঁর চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন।View this post on InstagramPls send ur love and blessings for lil ravie. ! JAI MATA DI JAI BALAJI
একতার মা হওয়ার খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছে উচ্ছ্বসিত বলিউড। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক হংসল মেহতা, সঞ্জয় গুপ্ত, অভিনেত্রী নিমরত কাউর প্রমুখ।View this post on Instagram
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement