এক্সপ্লোর
তেলঙ্গানায় ঘুষ দেওয়ার টাকা জোগাড় করতে ভিক্ষা বৃদ্ধ কৃষক দম্পতির!
ওয়ারেঙ্গাল: পাট্টাদার পাসবুক দেওয়ার জন্য এক লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তেহসিলদার। অনেক তদ্বির করেও কোনও ফল হয়নি। শেষে বাধ্য হয়ে ঘুষের টাকা জোগাড় করার জন্য ভিক্ষা করা শুরু করেছেন তেলঙ্গানার জয়শঙ্কর ভূপালপল্লী জেলার বাসিন্দা বৃদ্ধ দম্পতি। জেলা প্রশাসন অবশ্য ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে। যদিও এই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।
বাসবাইয়া (৭৫) ও তাঁর স্ত্রী লক্ষ্মীর জানিয়েছেন, তাঁদের জমির পাট্টাদার পাসবুক দেওয়ার জন্য তেহসিলদার কে সত্যনারায়ণ ঘুষ চান। তাঁদের জমির নথিতে আরও কয়েকজনের নাম যুক্ত করার চেষ্টা করেন কয়েকজন আধিকারিক। তাঁদের ভিক্ষা করার কথা জানতে পেরে নিজের দফতরে ডেকে পাঠান জেলাশাসক বাসম বেঙ্কটেশ্বরালু। তিনি যাবতীয় নথি খতিয়ে দেখার পর পাট্টাদার পাসবুক তুলে দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement