ট্যুইটারে এখন টপ ট্রেন্ড, কে এই ‘বিনোদ’?
বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই বিনোদকে নিয়ে ধাঁধায়।
Everyone thinking who the hell #binod is?? pic.twitter.com/NKiwNGPfoM
— Shreya Singh???? (@Shreya_Singh5) August 7, 2020
Everywhere #binod pic.twitter.com/CIfzPvUwHL
— Salman_Khan_FC (@SalmanFC13) August 7, 2020
#binod
Right now memer community :- ???? pic.twitter.com/NIbLX8s6x8
— Chinta.Mukt (@Chintamukt_) August 7, 2020
@Paytm Can you change your name to Binod? Be a sport. C'mon.
— Gabbbar (@GabbbarSingh) August 7, 2020
Done. https://t.co/zjxs0bDWey
— Paytm (@Paytm) August 7, 2020
Binod for PM - 2024!
Binod for US President - 2028!
Next big thing in bollywood: BINOD!
Who'll lift this years IPL trophy? BINOD
संसार के हर प्रशन का उत्तर - #binod
हर कष्ट का निवारण - #binod
धन्य है @SlayyPoint जो हमें "BINOD" से अवगत कराया। pic.twitter.com/A4MFwkqclY
— A Silly Point (@a_sillypoint) August 6, 2020
এই একটি নাম নিয়ে রসিকতা শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, মোবাইল পেমেন্টস অ্যাপ পেটিএম, মুম্বই পুলিশ, স্টেট ব্যাঙ্কও ‘বিনোদ’-কে নিয়ে মিমের জোয়ারে গা ভাসিয়েছে। গব্বর সিংহ নামে এক ট্যুইটার ব্যবহারকারী পেটিএম-এর উদ্দেশে লেখেন, ‘আপনারা নাম বদলে বিনোদ রাখবেন?’ পেটিএম-এর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, ‘ডান’। মুম্বই পুলিশের পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে, ‘প্রিয় বিনোদ, আশা করি আপনার নাম আপনার অনলাইন পাসওয়ার্ড না। এটি ভাইরাল হয়ে গিয়েছে, এখনই বদল করে নিন।’ স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে, ‘বিনোদ সোশ্যাল মিডিয়ায় শুধু নিজের নাম শেয়ার করেছে, ব্যাঙ্ক ডিটেইলস দেয়নি। সবারই বিনোদের মতো হওয়া উচিত। তাহলে অনলাইন প্রতারণা কমে যাবে।’
Internet right now.#binod pic.twitter.com/fitXS1sIl3
— Nishi (@nishikala) August 7, 2020
Dear #binod , we hope your name is not your online password. It’s pretty viral, change it now! #OnlineSafety
— Mumbai Police (@MumbaiPolice) August 7, 2020
Only if everyone behaved like #Binod when online, there would be lesser fraud reports. #CyberSafety #OnlineFraud #OnlineBanking #SocialMedia pic.twitter.com/aofciYWnKZ
— State Bank of India (@TheOfficialSBI) August 8, 2020
কিছুদিন আগে ‘স্লে পয়েন্ট’ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওর ক্যাপশনে লেখা হয় ‘বিনোদ’। এরপর থেকেই শুরু হয় এই নাম নিয়ম মজার মজার মন্তব্য। সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে বিনোদ থারু নামে এক ব্যক্তির মজাদার মন্তব্য। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘বিনোদ’। এখন ট্যুইটারে টপ ট্রেন্ড হয়ে গিয়েছে হ্যাশট্যাগ বিনোদ।
For those who still didn't get where this meme originated from..#binod pic.twitter.com/6vgOfFWm0N
— Priya shetty (@Shyamalashetty3) August 7, 2020