Santipur News: স্বামী জীবিত থাকতেও ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন গৃহবধূ | ABP Ananda live
ABP Ananda LIVE: স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা শেফালি দে। এর জন্য এক তৃণমূল কর্মীকে ৩ হাজার টাকা কাটমানি দিতে হয়েছে বলে মহিলার অভিযোগ। অসঙ্গতি ধরা পড়ায় খোদ BDO-ই শান্তিপুর থানায় অভিযোগ জানান। মহিলার দাবি, আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডার না পাওয়ার বিষয়টি তৃণমূল কর্মীকে জানালে তিনি ৩ হাজার টাকা কাটমানির বিনিময়ে মাসে এক হাজার টাকা ভাতার ব্যবস্থা করে দেন। আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর মহিলার দাবি, ওই টাকা যে বিধবা ভাতার তা তিনি জানতেন না। বিজেপির অভিযোগ, কাটমানি নিয়ে জনমুখী প্রকল্পের টাকা নয়ছয় করেছেন তৃণমূলের নেতা, কর্মীরা।
অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা
কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।
বিজেপি নেতার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তলবে হাজিরা দিলেন না অর্জুন সিংহ। অন্যদিকে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় সিআইডি দফতরে হাজিরা এড়ালেন পবন সিংহ। বিজেপি বলেই হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলেছেন অর্জুন-পবন।