১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশজুড়ে লকডাউন, বাড়ির বাইরে যাওয়া ভুলে যান, ঘোষণা প্রধানমন্ত্রীর
অন্তত ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন কার্যকর।
By converging around shops, you are risking the spread of COVID-19.
No panic buying please.
Please stay indoors.
I repeat- Centre and State Governments will ensure all essentials are available. https://t.co/bX00az1h7l
— Narendra Modi (@narendramodi) March 24, 2020
UPDATE: All essential services to continue and remain functional. List of essential services remains unchanged since the March 22nd 'Janta Curfew' #Coronavirus https://t.co/d8YYCNjIvo
— ANI (@ANI) March 24, 2020
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জনতা কার্ফু সফল করার জন্য সবাইকে ধন্যবাদ। করোনায় শক্তিশালী দেশগুলিও কীভাবে কাবু হয়েছে।, সেটা সবাই দেখছেন। এমন নয়, সেই সব দেশের চেষ্টায় কোনও খামতি আছে। সমস্ত চেষ্টা-পরিকাঠামো সত্ত্বেও, চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্বই একমাত্র পথ। করোনা মোকাবিলায় বাড়ির মধ্যেই থাকাই একমাত্র পথ। করোনার সংক্রমণের চক্রকে ভাঙতেই হবে। সামাজিক দূরত্ব শুধুমাত্র অসুস্থদের জন্য, এটা ভুল ধারণা। এরকম চললে, ভারতকে বড় মূল্য দিতে হবে। রাজ্য সরকারের পদক্ষেপকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। দোকানে ভীড় করে আপনারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন। দয়া করে আতঙ্কিত হবেন না। দয়া করে বাড়িতে থাকুন। আমি আবার বলছি, সব প্রয়োজনীয় পণ্য যাতে পাওয়া যায়, সেটা নিশ্চিত করবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।’
Lockdown of 21 days is a long time, but this is important for you and your family's safety. I believe that every Indian will not only successfully tackle this challenge but also emerge victorious in this time of crisis: PM Modi #COVID19 pic.twitter.com/uYJEfnrjfS
— ANI (@ANI) March 24, 2020
Today India is at the stage where our actions today, will decide that to what extent we can bring down the impact of this disaster. This is the time to strengthen our resolve again and again: PM Narendra Modi #Coronavirus pic.twitter.com/BYkpJvs5oe
— ANI (@ANI) March 24, 2020
If we are not able to manage the upcoming 21 days (of nationwide complete lockdown), we will be pushed back 21 years: PM Narendra Modi #Coronavirus pic.twitter.com/iG8MuiAzSr
— ANI (@ANI) March 24, 2020