এক্সপ্লোর
Advertisement
দেশভক্তির অনন্য নজির, ৭৫-তম জন্মদিনে সেনাবাহিনীর জন্য ২০ লক্ষ টাকার গয়না দান মহারাষ্ট্রের মহিলা রাজনীতিবিদের
Nishigandha Mogal has been inspired by her mother. | জরুরি অবস্থার সময় তাঁর মা এই ধরনের মহৎ কাজ করেছিলেন।
নাসিক: দেশের প্রতি ভালবাসার অনন্য নজির তৈরি করলেন মহারাষ্ট্রের রাজনীতিবিদ নিশিগন্ধা মোগল। তিনি নিজের ৭৫-তম জন্মদিনে সেনাবাহিনীকে ২০ লক্ষ টাকার গয়না দান করলেন। এই অর্থ যুদ্ধে প্রাণ হারানো সেনা জওয়ানদের স্ত্রী এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের কল্যাণের জন্য ব্যয় করা হবে। এই মহৎ দানের কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুগ্ধ। তিনি নিজে চিঠি লিখে এই মহিলা রাজনীতিবিদকে কুর্ণিশ জানিয়েছেন।
মহিলাদের কাছে গয়না বরাবরই অত্যন্ত স্পর্শকাতর বস্তু। মহিলারা সাধারণত গয়না হাতছাড়া করতে চান না। কিন্তু নিশিগন্ধা সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন। তিনি নিজের গয়না দান করলেন।
এ বিষয়ে নিশিগন্ধা বলেছেন, ‘আমি শুধু নিজের কর্তব্য পালন করেছি। ইউনিফর্ম পরা সাহসী পুরুষদের জন্য কিছু করতে চেয়েছিলাম। সেই কারণেই সেনাকর্মীদের কল্যাণের জন্য আমার সোনার গয়না দান করার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আমি খুব অবাক হয়েছি।’
এই মহিলা রাজনীতিবিদ আরও জানিয়েছেন, ‘আমার সারাজীবন ধরেই সশস্ত্রবাহিনীর জন্য কিছু করার স্বপ্ন ছিল। কয়েকমাস আগে হঠাৎ খেয়াল হয়, এই স্বপ্নপূরণের জন্য আমার গয়নাগুলিকে কাজে লাগাতে পারি। পরিবারের লোকজন আমার এই সিদ্ধান্তকে সমর্থন করেন। সেনাবাহিনীর জন্য গয়না দান করতে পেরে আমি খুশি।’
মায়ের কাছ থেকেই গয়না দান করার শিক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন নিশিগন্ধা। তাঁর বক্তব্য অনুযায়ী, জরুরি অবস্থার সময় তাঁর মা এই ধরনের মহৎ কাজ করেছিলেন। মায়ের অনুপ্রেরণাতেই তিনি এবার সেনাবাহিনীর জন্য গয়না দান করলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement