LIVE UPDATE:‘কেন্দ্রের প্যাকেজ আদতে অশ্বডিম্ব, রাজ্যগুলিকে কিছুই দেয়নি কেন্দ্র', দাবি মুখ্যমন্ত্রীর
লকডাউনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৬টি পদক্ষেপ কেন্দ্রের। ৪ বছরের জন্য ৩ লক্ষ কোটি টাকা ঋণ। লাগবে না গ্যারান্টি ফি। ১ বছরের জন্য সুদ স্থগিত। উপকৃত হবে ৪৫ লক্ষ ইউনিট।
LIVE
Background
নয়াদিল্লি: গতকাল জাতির উদ্দেশে ভাষণে চতুর্থ দফার লকডাউন এবং ২০ লক্ষ কোটি টাকার বিশাল আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে জড়িত প্যাকেজ সম্পর্কে বিশদে জানাবেন।
মোদি বলেন, এই প্যাকেজ ভারতের জিডিপির প্রায় দশ শতাংশ। ২০ লক্ষ কোটি টাকার এই প্যাকেজ ২০২০-তে দেশের উন্নতির যাত্রাকে নতুন গতি দেবে। এই প্যাকেজে জমি, শ্রমিক, লিকুইডিটি, ল’ সব ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই প্যাকেজ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য। যারা আত্মনির্ভর ভারতের ভিত্তি। এই আর্থিক প্যাকেজ দেশের সেই শ্রমিকের জন্য, সেই কৃষকের জন্য, যারা সব মরসুমে দেশবাসীর জন্য দিনরাত পরিশ্রম করছে। এই আর্থিক প্যাকেজ মধ্যবিত্তের জন্য, যারা কর দেয়। এই প্যাকেজ ভারতীয় শিল্পের জন্য।
বুধবার, ওই প্যাকেজের ব্রেক-আপ তথা কোন কোন খাতে কত অর্থ বরাদ্দ করা হবে, তা বিশদে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সূত্রের খবর, আজ বিকেল ৪টে নাগাদ এই বিষয়ে ঘোষণা করবেন সীতারমণ। এদিন সকালেই, ট্যুইট করে সে কথা জানিয়েছে অর্থমন্ত্রক।
তার আগে, এদিন দুপুরে নির্মলার বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন পিএমও-র অফিসাররা। স্থির হয়েছে, ৩ দিন ধরে সাংবাদিক বৈঠক করে প্যাকেজের ব্যাখ্যা। আজ গরিবদের জন্য প্যাকেজ ঘোষণা করবেন নির্মলা। কাল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্যাকেজ ঘোষণা। শুক্রবার কর্পোরেট ক্ষেত্রের জন্য প্যাকেজ ঘোষণা।
#AatmaNirbharBharat does not imply isolationism or becoming exclusionist. We’ll build capacities, skill people and compete globally acquiring strengths. We’ll build the #Local. After all, every global brand began with their #Local strength. We shall integrate with GVCs. @PMOIndia
— Nirmala Sitharaman (@nsitharaman) May 12, 2020
প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানান বহু নেতা। তাঁদের মতে, এই বরাদ্দ দেশের অর্থনীতিকে সচল করতে সাহায্য করবে। গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেন, এই বিশাল আর্থিক প্যাকেজ যুবসমাজ ও কৃষক সমেত সমাজের বিভিন্ন স্তরকে বহুমূল্য সহায়তা প্রদান করবে। তিনি ট্যুইট করে সেই কথা জানান।
গতকালের ভাষণে স্বনির্ভবতারও কথা ঘোষণা করেন। বলেন, আজ বিশ্বে আত্মনির্ভরতার সংজ্ঞা বদলেছে। বিশ্বের সামনে ভারতের পরিস্থিতি আশার আলো দেখাচ্ছে। ভারত যখন আত্মনির্ভরতার কথা বলে, তখন আত্মকেন্দ্রিক ব্যবস্থার পক্ষে সওয়াল করে না। ভারতের আত্মনির্ভরতায় সংসারের সুখ, সহযোগ এবং শান্তির চিন্তা থাকে। ভারতের উন্নতিতে বিশ্বের উন্নতি নিহিত রয়েছে। ভারতের কাজের প্রভাব বিশ্বকল্যাণে পড়ে।
#AatmanirbharBharat बनाने की ओर बड़ा कदम बढ़ाते हुए PM श्री @narendramodi ने रु. 20 लाख करोड़ के विशेष आर्थिक पैकेज की घोषणा की है, जिसके लिए मैं उनका हार्दिक अभिनंदन करता हूँ।
यह पैकेज देश के युवा, किसान और सभी वर्गो को #Sambal देगा, देश पहले से कहीं अधिक सशक्त बनकर उभरेगा!
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 12, 2020
একইসঙ্গে, তিনি শক্তিশালী দেশীয় পরিকাঠামোর কথাও তুলে ধরেন। বলেন, ভারতের ওষুধ আজ নতুন আশা দেখাচ্ছে। সারা বিশ্বে ভারতের প্রশংসা হচ্ছে। ভারতীয়রা গর্বিত। পৃথিবী বিশ্বাস করতে শুরু করেছে, ভারত অনেক উন্নতি করতে পারে। মানবকল্যাণে অনেক কিছু দিতে পারে।