এক্সপ্লোর
Advertisement
সাম্বায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় প্রাক্তন পাক সেনাকর্মীকে গ্রেফতার করল বিএসএফ
আধিকারিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানায় একটি ফরোয়ার্ড এলাকায় কিছু গতিবিধি নজরে পড়ে সতর্ক বিএসএফ জওয়ানদের চোখে। এরপর তাঁর সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য এক ব্যক্তিকে পাকড়াও করেন।
জম্মু: জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গ্রেফতার করল এক প্রাক্তন পাক সেনাকর্মীকে। আধিকারিক সূত্রে এ খবর জানানো হয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানায় একটি ফরোয়ার্ড এলাকায় কিছু গতিবিধি নজরে পড়ে সতর্ক বিএসএফ জওয়ানদের চোখে। এরপর তাঁর সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য এক ব্যক্তিকে পাকড়াও করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ধৃত মহম্মদ আফজল পাকিস্তানের শাকেরগড় জেলার বাসিন্দা। নিরাপত্তা কর্মীরা ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ডেটা কার্ড বাজেয়াপ্ত করেছেন। বিস্তারিত তদন্তের জন্য ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া যায়। তাকে যৌথভাবে জেরা করা হতে পারে।
আধিকারিকরা জানিয়েছেন, আফজল তদন্তকারীদের বলেছে যে, নয় বছর কাজ করার পর পাক সেনার চাকরি ছাড়ে সে। পাক সেনার স্পেশ্যাল সার্ভিস গ্রুপে কাজ করত সে। আন্তর্জাতিক সীমানা কেন সে পেরোল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement