এক্সপ্লোর
দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত্যু চার শিশু ও এক মহিলার, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ কেজরীবালের
নয়াদিল্লি: উত্তর-পশ্চিম দিল্লির অশোক বিহারে একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে চার শিশু ও এক মহিলার মৃত্যু হল। অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তুপে কেউ চাপা পড়ে আছেন কি না, সেটা খুঁজে দেখা হচ্ছে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বলেছেন, ‘আমি এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। হতাহতদের পরিবারের লোকজনকে আর্থিক সহায়তা দেবে দিল্লি সরকার।’
বিজেপি পরিচালিত উত্তর দিল্লি পুরসভাকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন কেজরীবাল। তাঁর দাবি, ‘বাড়িগুলির সুরক্ষার দায়িত্ব পুরসভার। তাদের ঠিকমতো কাজ করতে হবে। কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।’
পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৯.২৫ মিনিট নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করেন। উত্তর দিল্লি পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ভেঙে পড়া বাড়িটি ২০ বছরের পুরনো। সেটির ভিত দুর্বল হয়ে গিয়েছিল। সেই কারণেই বাড়িটি ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ভেঙে পড়া বাড়িটির একতলায় একটি দোকান ছিল। দোতলা ফাঁকা ছিল। তিনতলায় একটি পরিবার থাকত। সেই পরিবারের দু’টি শিশুর মৃত্যু হয়েছে। চারতলায় দু’টি পরিবার থাকত। তাদের মধ্যে একটি পরিবারের এক মহিলা এবং অপরর পরিবারের দু’টি শিশুর মৃত্যু হয়েছে। পাঁচতলায় এক দম্পতি থাকতেন। মহিলা জখম হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement