এক্সপ্লোর
Advertisement
ক্লাসে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র দেখানোর শাস্তি! প্যারিসে শিক্ষকের মাথা কাটল 'জঙ্গি'
ক্লাস নেওয়ার সময় পড়ুয়াদের দেখিয়েছিলেন হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র! সেই 'অপরাধে' ধর থেকে মাথা আলাদা করে খুন করা হল এক শিক্ষককে।
প্যারিস: ক্লাস নেওয়ার সময় পড়ুয়াদের দেখিয়েছিলেন ইসলাম ধর্ম প্রবর্তক হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র! সেই 'অপরাধে' ধর থেকে মাথা আলাদা করে খুন করা হল এক শিক্ষককে। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রকাশ্য রাজপথে ঘটল এই ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনাকে 'ইসলামিক জঙ্গি আক্রমণ' বলে নিন্দা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ । ঘাতকের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলেই তাকে গুলি করেন নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই খতম হয় হত্যাকারী।
পুলিশ সূত্রে খবর, এখনও এই ঘটনায় চারজন গ্রেফতার হয়েছে। ঘাতকের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে দেখে পুলিশের অনুমান, ২০০২ সালে মসকোয় জন্ম তার।
À tous les enseignants de France. pic.twitter.com/YLlIVILTaN
— Emmanuel Macron (@EmmanuelMacron) October 16, 2020
মৃত ওই ব্যক্তি ইতিহাসের শিক্ষক। তাঁর এক ছাত্রের বাবা জানান, ওই শিক্ষক খুবই জনপ্রিয় ছিলেন। তিনি শুনেছেন, ক্লাসে মহম্মদের কার্টুন চিত্র দেখানোর আগে তিনি মুসলিম ছাত্রদের বাইরে যেতে বলেছিলেন সেদিন।২০১৫ সালে শার্লি হেবদোর ঘটনায় প্যারিসে তোলপাড় হয়ে যায়। তখনও মহম্মদের একটি ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য প্যারিসের পত্রিকা শার্লি হেবদোর অফিসে আক্রমণ চালানো হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement