2021 Skytrax World Airport Awards: টানা তিনবার মধ্য এশিয়ায় সেরার তকমা দিল্লি বিমানবন্দরের
Delhi Airport Listed 'Best Airport In India & Central Asia'. | ভারত ও মধ্য এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দরের তকমা পেয়েছে হায়দরাবাদ।
নয়াদিল্লি: শুধু দেশেই না, মধ্য এশিয়ায় সেরা বিমানবন্দরের তকমা পেল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর। টানা তিন বছর এই সম্মান পেল দিল্লি বিমানবন্দর। শুধু তাই নয়, বিশ্বের সেরা ৫০টি বিমানবন্দরের মধ্যে স্থান পেয়েছে দিল্লি। সদ্য প্রকাশিত তালিকায় ৪৫ নম্বরে দিল্লি বিমানবন্দর।
আজ দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। একইসঙ্গে আরও জানানো হয়েছে, দিল্লি বিমানবন্দর ‘কোভিড-১৯ এয়ারপোর্ট এক্সসেলেন্স অ্যাওয়ার্ড’-ও পেয়েছে। করোনা অতিমারীর সময় সবরকম সতর্কতা মেনে চলার জন্যই এই পুরস্কার পেয়েছে দিল্লি বিমানবন্দর। দেশের অন্য কোনও বিমানবন্দর এই পুরস্কার পায়নি। গত বছর বিশ্বের সেরা ৫০টি বিমানবন্দরের মধ্যে ৫০ নম্বরে ছিল দিল্লি। এবার পাঁচ ধাপ উন্নতি হয়েছে।
এ বিষয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও বিদেশ কুমার জয়পুরীয়ার জানিয়েছেন, ‘এই চমকপ্রদ সাফল্য ও সম্মানের কৃতিত্ব বিমানবন্দরের সব কর্মী সহ এই বিমানবন্দরের সঙ্গে যুক্ত প্রত্যেকের। সবাই সহনশীলতা, একনিষ্ঠতা এবং যাত্রীদের জন্য কাজ করার বিষয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন।’
দিল্লি বিমানবন্দরের এই সাফল্যের মধ্যেই দেশের আরও একটি বিমানবন্দরও বিশ্ব ক্রমতালিকায় কিছুটা উন্নতি করেছে। হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর বিশ্বের প্রথম ১০০টি বিমানবন্দরের মধ্যে ৭১ নম্বরে ছিল। এবার এই বিমানবন্দর আছে ৬৪ নম্বরে।
জিএমআর বিমানবন্দরগুলির মধ্যে সবার আগে দিল্লি বিমানবন্দর। ভারত ও মধ্য এশিয়ায় সেরা বিমানবন্দরের তালিকায় দ্বিতীয় স্থানে হায়দরাবাদ বিমানবন্দর। মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই ও কলম্বো বিমানবন্দরকে পিছনে ফেলে দিয়েছে দিল্লি ও হায়দরাবাদ বিমানবন্দর।
টানা তিনবার মধ্য এশিয়ার সেরা বিমানবন্দরের তকমা পাওয়া দিল্লি বিমানবন্দরের পক্ষে বিশেষ কৃতিত্বের বিষয়। যাত্রীদের মধ্যে পরিষেবার বিষয়ে সমীক্ষার ভিত্তিতেই দিল্লি বিমানবন্দরকে এই সম্মান দেওয়া হয়েছে।
বিমানবন্দরের সেরা কর্মীদের তালিকায় ভারত ও মধ্য এশিয়ায় এক নম্বরে বেঙ্গালুরু। ভারত ও মধ্য এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দরের তকমা পেয়েছে হায়দরাবাদ। ভারতের অন্য কোনও বিমানবন্দর এবার পুরস্কৃত হয়নি।