এক্সপ্লোর
সোনার দাম এই প্রথম পেরোল ৩৮ হাজার টাকা, বাড়ল রুপোর দরও
সোনার দামে আগুন। এই প্রথম ১০ গ্রাম সোনার দাম ৩৮ হাজার পেরোল। ৫৫০ টাকা বৃদ্ধি পেয়ে আজ প্রতি ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৩৮,৪৭০ টাকা। চিন-মার্কিন বানিজ্য সংক্রান্ত টানাপোড়েন ও দেশের অভ্যন্তরীন আর্থিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে লগ্নিকারীরা নিরাপদ সম্পদ হিসেবে এই মূল্যবান ধাতুকেই বেছে নেওয়ায় এই মূল্যবৃদ্ধি।

নয়াদিল্লি: সোনার দামে আগুন। এই প্রথম ১০ গ্রাম সোনার দাম ৩৮ হাজার পেরোল। ৫৫০ টাকা বৃদ্ধি পেয়ে আজ প্রতি ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৩৮,৪৭০ টাকা। চিন-মার্কিন বানিজ্য সংক্রান্ত টানাপোড়েন ও দেশের অভ্যন্তরীণ আর্থিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে লগ্নিকারীরা নিরাপদ সম্পদ হিসেবে এই মূল্যবান ধাতুকেই বেছে নেওয়ায় এই মূল্যবৃদ্ধি। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম ৬৩০ টাকা বেড়ে ৪৪ হাজার পেরিয়েছে। ওয়াকিবহাল মহল জানিয়েছে, চিন-মার্কিন বাণিজ্য সংক্রান্ত টানাপোড়েনের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে সোনার দাম বুধবার গত ছয় বছরে এই প্রথম প্রতি আউন্সে ১,৫০০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে। এর পাশাপাশি অভ্যন্তরীন ক্ষেত্রে আর্থিক নিম্নগতি সংক্রান্ত আশঙ্কাও সোনার মূল্যবৃদ্ধিতে ইন্ধন দিয়েছে। ২০১৯-২০ এ রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি তৃতীয় পাক্ষিক পর্যালোচনায় চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার গত জুনের ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। চাহিদা ও লগ্নির হারের অধোগতির কারণেই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। জিওজিট ফাইনান্সিয়াল সার্ভিসেস (কমোডিটি রিসার্চ) প্রধান হরীশ ভি বলেছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর মানসিক স্তর প্রতি আউন্সে ১,৫০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ২০১৩-র পর যা সবচেয়ে বেশি। আর্থিকক্ষেত্রে অধোগতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির মুদ্রানীতি সহজ করা হচ্ছে এবং সেইসঙ্গে মার্কিন-চিন বাণিজ্য সংক্রান্ত বিতর্ক জোরাল হওয়ায় সোনার চাহিদা বেড়েছে। এছাড়াও দুর্বল ডলার ও পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনাও এর একটি কারণ। অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লিতে ৯৯.৯ ও ৯৯.৫ শতাংশ শুদ্ধ সোনার দাম ৫৫০ টাকা বেড়ে হয়েছে যথাক্রমে প্রতি ১০ গ্রামে ৩৮,৪৭০ ও ৩৮,৩০০ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















