Good Friday 2021:আজ গুড ফ্রাইডে, ট্যুইটে যীশুর আত্মত্যাগ স্মরণ প্রধানমন্ত্রীর
আজ গুড ফ্রাইডে। প্রভু ‘ঈশা মসিহ’র স্মরণে এই দিনটি উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে ঈশা মসিহকে স্মরণ করেছেন। ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গুড ফ্রাইডে আমাদের ঈশা মসিহ-র সংঘর্ষ ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। করুণার এক আদর্শ অবতার, যিনি দীনদরিদ্রদের সেবা ও অসুস্থদের সাহায্যের জন্য সমর্পিত প্রাণ ছিলেন’।
Good Friday 2021: আজ গুড ফ্রাইডে। প্রভু ‘ঈশা মসিহ’র স্মরণে এই দিনটি উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে ঈশা মসিহকে স্মরণ করেছেন। ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গুড ফ্রাইডে আমাদের ঈশা মসিহ-র সংঘর্ষ ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। করুণার এক আদর্শ অবতার, যিনি দীনদরিদ্রদের সেবা ও অসুস্থদের সাহায্যের জন্য সমর্পিত প্রাণ ছিলেন’।
গুড ফ্রাইডে উপলক্ষ্যে গীর্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সমগ্র বিশ্বজুড়ে আজ গুড ফ্রাইডে পালন করা হচ্ছে।
গুড ফ্রাইডের পর্ব ইস্টার সানডে-র আগে আসা শুক্রবার হয়ে থাকে। এই পর্বকে প্রভু যীশুর আত্মত্যাগ হিসেবে স্মরণ করা হয়ে থাকে। খ্রীষ্ট ধর্ম অনুসারে, অনেক আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে যায়। এই দিনটি প্রভু যীশুর আত্ম বলিদানকে স্মরণ করা হয়ে থাকে।
যীশু মসিহকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল
উল্লেখ্য, রোমের রাজার নির্দেশে কলভারিতে শুক্রবার যীশু মসিহকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। কুসংস্কারাচ্ছন্ন ও মিথ্যের আশ্রয় গ্রহণকারী ধর্মগুরুরা যীশুর ক্রমবর্দ্ধমান জনপ্রিয়তার ফাঁপরে পড়ে গিয়েছিলেন। তাঁদের প্ররোচনায় রাজা যীশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন।
যীশুর বাণী লোকজনের ওপর প্রভাব ফেলেছিল। দলে দলে সবাই তাঁর অনুগামী হয়ে উঠতে শুরু করেছিল। এতে কিছু স্বার্থান্বেষীর স্বার্থে ঘা পড়ে। তাঁরা রাজাকে যীশুর বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করেন। এরপরই রাজা যীশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন। প্রভু যীশু তাঁর সমগ্র জীবন জনগনের কল্যাণে নিবেদন করেছিলেন। ক্রুশবিদ্ধ হওয়ার পর দীর্ঘ ছয় ঘণ্টা যন্ত্রণা ভোগ করেন যীশু।সকলকে ভালোবাসতে গিয়ে মানুষের পাপের বোঝা বইতে গিয়ে আত্মনিবেদন করেন যীশু।
গুজ ফ্রাইডের তৃতীয় দিন অর্থাৎ রবিবার ঈশ্বরের পুত্র যীশু ফের জীবিত হয়ে উঠেছিলেন। এরপর থেকে ৪০ দিন তিনি জনগনের কাছে গিয়ে তাঁর উপদেশ প্রদান করেন।
প্রভু যীশুর পুণরুজ্জীবিত হয়ে ওঠার এই ঘটনা ইস্টার সানডে হিসেবে পালিত হয়। এর তাৎপর্য্য হল শুভ শক্তির জয় হয় সর্বদা।