এক্সপ্লোর
Advertisement
চিমটি দিয়ে ধরে ইস্ত্রিতে সেঁকে চেক জীবাণুমুক্ত করছেন ব্যাঙ্ককর্মী! ভাইরাল ভিডিও
করোনা ভাইরাসকে ধ্বংস করতে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। ব্যাঙ্ক-ডাকঘর-সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসে কর্মীদের জন্য থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজারের মতো সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
আমদাবাদ: করোনা ভাইরাসকে ধ্বংস করতে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। ব্যাঙ্ক-ডাকঘর-সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসে কর্মীদের জন্য থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজারের মতো সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
তবে ইস্ত্রি দিয়ে ব্যাঙ্কের চেক জীবাণুমুক্ত করা? এরকমও কি সম্ভব?
আপাতত এমনই অভিনব কাণ্ড ঘটিয়ে চলেছেন গুজরাতের ব্যাঙ্ক অফ বঢোদরার এক কর্মী।
কী করছেন ওই কর্মী? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, গ্রাহক তাঁর কাছে একটি চেক জমা করতে গিয়েছেন। করোনার জন্য পারস্পরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক থেকে শুরু করে চিকিৎসক ও বিশেষজ্ঞরা। দূরত্ব বজায় রাখার ও জীবাণুনাশ করার অভিনব উপায় খুঁজে বার করেছেন ওই ব্যাঙ্ককর্মী।
তিনি চিমটি দিয়ে চেক গ্রহণ করছেন। তারপর সেই চেককে টেবিলে রেখে তার ওপর দিয়ে চালাচ্ছেন গরম ইস্ত্রি। ওই কর্মীর বিশ্বাস, ওই চেকে করোনার জীবাণু যদি থেকেও থাকে, বেশি তাপমাত্রায় সেঁকে নেওয়া হলে তা মরে যাবে!
আপাতত ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে প্রায় ২৩ হাজার লাইক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ ও রিট্যুইটের সংখ্যা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement