এক্সপ্লোর
Advertisement
১৪ মাসের মেয়ের ধর্ষণে হামলার নিশানা হয়ে গুজরাত ত্যাগ উত্তর ভারতীয়দের, দোষী সাজা পাক, গোটা সম্প্রদায়কে অপরাধী বলা ঠিক নয়, বললেন নীতীশ, উদ্বেগ জানালেন রূপানিকে
পটনা: গুজরাতে ১৪ মাসের মেয়ের ধর্ষণকে কেন্দ্র করে কর্মসূত্রে সেই রাজ্যে বসবাসকারী অ-গুজরাতি, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশের লোকজনের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় তাদের প্রতি বিদ্বেষমূলক প্রচারের প্রেক্ষিতে উদ্বেগ জানালেন নীতীশ কুমার। তিনি এ নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। বলেছেন, দোষীকে অবশ্যই সাজা দিতে হবে, কিন্তু তা বলে গোটা সম্প্রদায়কে, পুরো উত্তর ভারতের লোকজনকে কাঠগড়ায় তোলা ঠিক নয়। তাঁদের অপরাধী বলা, শাস্তি দেওয়া উচিত নয়।
বিজেপি শরিক জনতা দল (ইউনাইটেড)-এর শীর্ষ নেতা সাংবাদিকদের বলেন, আমাদের সরকার সতর্ক, সজাগ রয়েছে। রবিবার গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাদের মুখ্যসচিব, ডিজিপিও গুজরাত প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ অপরাধ করে থাকলে তাকে কঠোর সাজা দিতে হবে। কিন্তু একটি ঘটনার ছুতোয় সরলীকরণ করে একটি গোটা রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ পুষে রাখা উচিত নয়।
সবরকান্ঠায় গত ২৮ সেপ্টেম্বরের ধর্ষণের জন্য অভিযুক্ত হিসাবে বিহার থেকে আসা এক ব্যক্তির গ্রেফতারির পরই টার্গেট করা হচ্ছে কর্মসূত্রে গুজরাতে থাকা বিহার, উত্তরপ্রদেশের লোকজনকে। সোস্যাল মিডিয়ায় উত্তর ভারতীয়দের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার অভিযোগ, তাদের ওপর হামলায় গুজরাতের নানা এলাকা থেকে ৩৪২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে বিহারের বিধান পরিষদ সদস্য ও জেডি (ইউ)-এর মুখপাত্র নীরজ কুমার রাহুল গাঁধীকে চিঠি লিখে বিহারীদের ওপর হামলার জন্য কংগ্রেসকে দোষী করেছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস তার গুজরাতের বিধায়ক অল্পেশ ঠাকোরকে বিহারের ভারপ্রাপ্ত জাতীয় সম্পাদকদের একজন নিযুক্ত করেছে আর তাঁর সংগঠন গুজরাত ক্ষত্রিয় ঠাকোর সেনা কর্মসূত্রে আসা বিহারীদের তাড়াচ্ছে।
এদিকে দলে দলে উত্তর ভারতীয়রা রাজ্য ছাড়তে থাকায় শিল্পবাণিজ্য মার খাওয়ার আশঙ্কা প্রকাশ করে গুজরাতের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাণিজ্য মহলের লোকজন। যদিও এক শীর্ষ পুলিশ কর্তার দাবি, সামনেই উত্সবের মরসুম বলে ঘরে ফিরছেন ভিনরাজ্যের লোকজন। তিনি জানিয়েছেন, পুলিশ কর্মীদের বলা হয়েছে, মহল্লায় মহল্লায়, বাসস্ট্যান্ডে গিয়ে খোঁজ করতে ভয়ে লোকজন চলে যাচ্ছে কিনা। যদি তা-ই হয়, তবে তাদের বুঝিয়ে ফেরত আনতে বলা হয়েছে। ক্যাম্প করতেও বলা হয়েছে উত্তর ভারতীয়দের থেকে যেতে বোঝানোর জন্য।
এর মধ্যেই মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম গুজরাতের উত্তর ভারতীয়দের টার্গেট করা প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ভুলে না যান যে, ভোট চাইতে তাঁকে বারাণসী যেতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement