এক্সপ্লোর
গুজরাতে গাড়ি চাপা পড়ে কুমীরের মৃত্যু
গুজরাতের কুচ জেলায় ভুজ বিমানবন্দর যাওয়ার রাস্তায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হল একটি পাঁচ ফুট লম্বা কুমীরের। বন বিভাগের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। ঘাতক গাড়িটিতে এখনও শনাক্ত করা যায়নি।
ভডোদরা: গুজরাতের কুচ জেলায় ভুজ বিমানবন্দর যাওয়ার রাস্তায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হল একটি পাঁচ ফুট লম্বা কুমীরের। বন বিভাগের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। ঘাতক গাড়িটিতে এখনও চিহ্নিত করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা শুক্রবার তার সাড়ে এগারোটা নাগাদ কুমীরটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগের আধিকারিকদের খরব দেন। ভুজ রেঞ্জের বন বিভাগের আধিকারিক (আরএফও) প্রদীপ কুমার বাঘেলা এ কথা জানিয়েছেন।
আরএফও বলেছেন, নিকটবর্তী খারি নদী থেকে উঠে এসে কুমীরটি সম্ভবত রাস্তায় চলে এসেছিল। সেই সময় ভুজ বিমানবন্দরগামী রাস্তায় একটি সেতুর কাছে একটি গাড়ি কুমীরটিকে চাপা দিয়ে চলে যায়।
ভডোদরায় গত বুধ ও বৃহ্স্পতিবার প্রবল বর্ষণের কারণে বিশ্বমিত্রি নদীর জল বাড়ে। শহরের মধ্য দিয়ে বয়ে চলা নদীর জল বাঁধ ছাপিয়ে যায়। ফলে নদীর কুমীর শহরের জলমগ্ন রাস্তায় চলে আসে।
শহরের জলমগ্ন রাস্তায় জনবসতিতে কুমীরকে কুকুরকে কামড় দেওযার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল।
ভডোদরার আরএফও নিধি ডাভে শনিবার বলেছেন যে, এখনও পর্যন্ত ১৫ টি কুমীর ও চারটি সাপ উদ্ধার করা হয়েছে। এদিন আর নতুন করে রাস্তায় কুমীরের ঘোরাফেরার কোনও খবর পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement