এক্সপ্লোর
ফ্রি ওয়াই-ফাইয়ের চক্করে হ্যাকারদের নিশানায় পড়ছেন না তো? এভাবে থাকুন সতর্ক
ফোনে ওয়াই-ফাই অন করলে সচরাচর বেশ কিছু ফ্রি ওয়াই-ফাই আমাদের ডিভাইসে কানেক্ট হয়ে যায়। অনেক সময় কোনও কিছু না ভেবেই অনেকেই সেগুলি ব্যবহারও করতে শুরু করেন। এমনও হতে পারে যে, সেগুলি আসলে ফ্রি সার্ভিস নয়, বরং হ্যাকারদের জাল।
![ফ্রি ওয়াই-ফাইয়ের চক্করে হ্যাকারদের নিশানায় পড়ছেন না তো? এভাবে থাকুন সতর্ক hackers will no longer be targeted by the temptation of free wi-fi follow this trick ফ্রি ওয়াই-ফাইয়ের চক্করে হ্যাকারদের নিশানায় পড়ছেন না তো? এভাবে থাকুন সতর্ক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/17193153/Untitled-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফোনে ওয়াই-ফাই অন করলে সচরাচর বেশ কিছু ফ্রি ওয়াই-ফাই আমাদের ডিভাইসে কানেক্ট হয়ে যায়। অনেক সময় কোনও কিছু না ভেবেই অনেকেই সেগুলি ব্যবহারও করতে শুরু করেন। এমনও হতে পারে যে, সেগুলি আসলে ফ্রি সার্ভিস নয়, বরং হ্যাকারদের জাল। এর চক্করে সমস্যা পড়তে হতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা ফোনে থাকা ডেটাতে সিঁধ কাটতে পারে।
এই অবস্থায় হ্যাকারদের নিশানা এড়িয়ে ফ্রি ওয়াই-ফাই-এর সুযোগ কাজে লাগাতে চান, তাহলে কিছু সহজ উপায় অবলম্বন করতে পারেন। এতে হ্যাকারদের এড়িয়ে এই ওয়াই-ফাই ব্যবহার করতে পারেন।
হ্যাকারদের হাত থেকে বাঁচতে ফোনের সেটিং-এ গিয়ে কানেকশনস-এ ক্লিক করুন। এবার ওয়াই-ফাই-এ ট্যাপ করুন। এবার এর মধ্যে তিনটি ডটসে ক্লিক করে অ্যাডভান্সড-এ যান। অ্যাডভান্সড-এ ক্লিক করলেই বেশ কয়েকটি অপশন নজরে আসবে। এরমধ্যে Detect Suspicious Networks অন করতে হবে।
খেয়াল রাখতে হবে, ফোনে কোনও ওয়াই-ফাই কানেক্ট করলে যেন এই সেটিংস সর্বদাই অন থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)