এক্সপ্লোর
হরিয়ানায় সরকার গঠনের চাবিকাঠি জেজেপি-র হাতে, দাবি দুষ্যন্ত চৌতালার
রিয়ানার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের মধ্য জোর টক্কর চলছে। যদিও কংগ্রেসের তুলনায় সামান্য এগিয়ে বিজেপি। তবে নতুন দল গঠন করে প্রথমবার ভোটের লড়াইয়ে সামিল হওয়া দুষ্যন্ত চৌতালার দাবি, কংগ্রেস বা বিজেপি-কোনও দলই ৪০-এর বেশি আসনে জয়ী হতে পারবে না।
![হরিয়ানায় সরকার গঠনের চাবিকাঠি জেজেপি-র হাতে, দাবি দুষ্যন্ত চৌতালার Haryana Assembly Election Result 2019 Live Updates Haryana Vidhan Sabha Chunav Result Live-Dushyant chautala says jjp will get the key of power haryana assembly election হরিয়ানায় সরকার গঠনের চাবিকাঠি জেজেপি-র হাতে, দাবি দুষ্যন্ত চৌতালার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/10/24100355/GettyImages-1151453364.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের মধ্য জোর টক্কর চলছে। যদিও কংগ্রেসের তুলনায় সামান্য এগিয়ে বিজেপি। তবে নতুন দল গঠন করে প্রথমবার ভোটের লড়াইয়ে সামিল হওয়া দুষ্যন্ত চৌতালার দাবি, কংগ্রেস বা বিজেপি-কোনও দলই ৪০-এর বেশি আসনে জয়ী হতে পারবে না। দুষ্যন্তও এবারের ভোটে প্রার্থী হয়েছেন। দুষ্যন্তের দাবি, সরকার গঠনের চাবি থাকতে তাঁর দলের হাতেই। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা ইতিমধ্যেই বলেছেন, দুষ্যন্তের দল জেজেপি-র সঙ্গে হাত মেলানোর ব্যাপারে তাঁদের কোনও দ্বিধা নেই।
দুষ্যন্ত বলেছেন, কংগ্রেস বা বিজেপি কোনও দলই ৪০-র বেশি আসন পাবে না। ক্ষমতার চাবি থাকবে জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র হাতে। উল্লেখ্য, গত বছর আইএনএলডি থেকে আলাদা হয়ে জেজেপি তৈরি করেছিলেন। লোকসভা নির্বাচনে রাজ্যে জেজেপি সাত শতাংশ ভোট পেয়েছিল।
২০১৪-তে ৪৭ আসন পেয়ে প্রথমবার নিজের শক্তিকে হরিয়ানায় সরকার গঠন করেছিল বিজেপি। আইএনএলডি ১৯ আসন পেয়ে দ্বিতীয় ও কংগ্রেস ১৫ আসন পেয়ে তৃতীয় স্থানে ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)