এক্সপ্লোর
গুজরাতে শিশু ধর্ষণ মামলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হাইকোর্টের, রূপানীকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের

আমদাবাদ ও নয়াদিল্লি: গুজরাতের সবরকণ্ঠায় এক ১৪ মাসের শিশুকন্যার যৌন নির্যাতনের মামলার দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করল হাইকোর্ট। সুরাত জেলায় আরও দু’টি পৃথক ধর্ষণের মামলার শুনানির জন্যও ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। তার জন্য একজন বিশেষ বিচারপতিকেও নিয়োগ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর রবীন্দ্র সাহু নামে এক ভিনরাজ্যের শ্রমিকের বিরুদ্ধে হিম্মতনগরের কাছে ধুনধর গ্রামের ওই শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপরেই গুজরাতের বিভিন্ন জায়গায় হিন্দিভাষী রাজ্যগুলি থেকে আসা শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগ ওঠে। বিহার ও উত্তরপ্রদেশের শ্রমিকরা দলে দলে গুজরাত ছাড়তে শুরু করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুজরাতের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে কংগ্রেস। আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র শক্তিসিংহ গোহিল বলেছেন, ‘বিজেপি-র চক্রান্তেই উত্তর ভারতীয়দের উপর হামলা চালানো হচ্ছে। বিজেপি বিভাজনের নীতি নিয়েছে। তারা আবার এই ঘটনার জন্য কংগ্রেসের উপর দায় চাপাচ্ছে। সাংবিধানিক ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে বরখাস্ত করা উচিত বিজেপি নেতৃত্বের। বিজেপি-র হামলার নৈতিক দায়িত্ব নিয়ে ভারত এবং বিশেষ করে গুজরাতের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রী মোদীর।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















