এক্সপ্লোর
Advertisement
গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণায় কং বিধায়কের প্রস্তাবে সমর্থন বিজেপির, পাস হিমাচল বিধানসভায়
নয়াদিল্লি: গরুকে ‘রাষ্ট্রমাতা’ মর্যাদা দানের দাবি জানাল হিমাচল প্রদেশ সরকার। রাজ্যের বিধানসভায় এ ব্যাপারে গত বৃহস্পতিবার একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিংহ এই প্রস্তাব বিধানসভায় পেশ করেন। শাসক বিজেপি ও কংগ্রেস এই প্রস্তাব সমর্থন করেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই প্রস্তাব এবার কেন্দ্রের কাছে পাঠানো হবে।
উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যেই এ ধরনেই একটি প্রস্তাব অনুমোদন করেছে।
হিমাচল প্রদেশের বিধানসভায় প্রস্তাব পেশ করে অনিরুদ্ধ সিংহ বলেন যে, মানব সভ্যতার ক্ষেত্রে গরুর অবদানকে প্রশংসার প্রয়োজন রয়েছে। দুধ দেওয়া বন্ধের পর যেভাবে গরুকে পরিত্যাগ করা হয়, তা খুবই দুর্ভাগ্যজনক। রাজ্যের বিধায়করা বলেন, গরুকে রাজনীতির উর্দ্ধে রাখতে হবে এবং গরু কোনও জাত বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়।
কংগ্রেস বিধায়ক গোরক্ষার নামে গণপিঠুনির ঘটনা নিয়ন্ত্রণের জন্য আইন প্রবর্তনেরও দাবি জানান। তিনি রাজস্থানের ধাঁচে গরুর জন্য একটি পৃথক মন্ত্রক গঠনেরও দাবি জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement