Himanta Biswa Swearing-In: আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার
গতকালই অসম বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন হিমন্ত।
গুয়াহাটি: আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। দুপুর ১২ টায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ নেবেন তিনি। শ্রীমন্ত শঙ্করদেব কলাকেন্দ্রে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। গতকালই অসম বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন হিমন্ত। বিজেপি পরিষদীয় দল ও পরে এনডিএ-র পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর হিমন্ত বিশ্বশর্মার অসমের মুখ্যমন্ত্রী আসীন হওয়ার পথ প্রশ্বস্ত হয়।
এবারের অসম বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে বিজেপি ৬০ আসনে জয়ী হয়েছে। এই নিয়ে পরপর দুবার রাজ্যে ক্ষমতায় আসীন হচ্ছেন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। অন্যদিকে, জোট শরিক অসম গণ পরিষদ ৯ ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল ছয় আসন জিতেছে। বিজেপি ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সোনোয়ালকে মুখ করে লড়াই করেছিল বিজেপি। আর এরইসঙ্গে উত্তর-পূর্বের কোনও রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠিত হয়েছিল। এবার বিজেপির বক্তব্য ছিল, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা ভোটের পরেই স্থির হবে।
রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সোনোয়াল কংগ্রেসের রাজীব লোচন পেগুকে ৪৩,১৯২ ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বার জিতছেন। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রমেন চন্দ্র বোরঠাকুরকে ১,০১,৯১১ ভোটে হারিয়ে জিতেছেন। সোনোয়াল ও হেমন্ত বিশ্বশর্মা সহ আরও ১৩ মন্ত্রী এবারের ভোটে জিতেছেন।
এনডিএ-র ভোটে জেতার পর থেকেই অসমে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটে।
শেষপর্যন্ত অসম বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হন হিমন্তই। এরপর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান তিনি। বিদায়ী মুখ্যমন্ত্রী সোনোয়াল তাঁর নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব করেন।
এর আগে হিমন্ত বিশ্বশর্মা ও সোনোয়াল দুজনেই দিল্লিতে গিয়েছিলেন। সেখানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁদের আলোচনা হয়।