এক্সপ্লোর
Advertisement
আম্পায়ারিংয়ের সমালোচনা করার ব্যাপারে আইসিসি-র নিষেধাজ্ঞা মানবেন না হোল্ডিং, প্রয়োজনে ধারাভাষ্যকারের দায়িত্ব ছাড়তেও প্রস্তুত
আম্পায়ারিং নিয়ে ধারাভাষ্যকারদের সংযত মন্তব্য করার বার্তা পাঠায় আইসিসি। জানা গিয়েছে, সেই ই-মেলের জবাবে হোল্ডিং লিখেছেন, তিনি এই নির্দেশ মানতে পারবেন না। প্রয়োজনে তিনি ব্যাগ গুছিয়ে দেশে ফিরতেও রাজি। পরে অবশ্য আইসিসি ব্যাপারটা মিটমাট করে নিয়েছে বলেই খবর
লন্ডন: আম্পায়ারদের ভুল নিয়ে বেশি কথা না বলাই ভাল। বরং এড়িয়ে চলা হোক কঠোর সমালোচনার রাস্তা। বিশ্বকাপের ধারাভাষ্যকারদের কাছে এমনই বার্তা পাঠিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যদিও তাতে বেজায় ক্ষিপ্ত মাইকেল হোল্ডিং। কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার জানিয়ে দিয়েছেন, তিনি এই নির্দেশিকা মানতে রাজি নন। এমনকী, তাতে ধারাভাষ্যকারের দায়িত্ব ছাড়তেও প্রস্তুত তিনি!
ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। গত সপ্তাহের সেই ম্যাচে মাত্র ১৫ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ক্রিস গেইল ও জেসন হোল্ডার দুবার ভুল সিদ্ধান্তের শিকার হতে হতেও বেঁচে গিয়েছিলেন। দুজনকেই মাঠের আম্পায়ার আউট দেওয়ার পর ডিআরএস প্রযুক্তিতে নট আউট ঘোষিত হন।
তবে বিতর্ক বাড়ে আম্পায়ার ক্রিস গ্যাফানির একটি সিদ্ধান্তে। ক্রিস গেইলকে নো বল করেও আম্পায়ার না দেখায় পার পেয়ে যান অজি পেসার। যা দেখে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ক্ষোভে ফেটে পড়েন হোল্ডিং। তিনি বলেন, 'বলতে খারাপ লাগছে তবে এই ম্যাচে আম্পায়ারিংয়ের মান ভীষণ খারাপ।'
তারপরই আম্পায়ারিং নিয়ে ধারাভাষ্যকারদের সংযত মন্তব্য করার বার্তা পাঠায় আইসিসি। জানা গিয়েছে, সেই ই-মেলের জবাবে হোল্ডিং লিখেছেন, তিনি এই নির্দেশ মানতে পারবেন না। প্রয়োজনে তিনি ব্যাগ গুছিয়ে দেশে ফিরতেও রাজি। পরে অবশ্য আইসিসি ব্যাপারটা মিটমাট করে নিয়েছে বলেই খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement