![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PAN Card Updates: একাধিক প্যান আছে? জানেন কী হতে পারে?
PAN: ভারতের আইন অনুযায়ী, একজন ব্যক্তির কাছে একাধিক প্যান থাকা বেআইনি। ধরা পড়লে শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই কারও কাছে একটির বেশি প্যান থাকলে আয়কর বিভাগের কাছে জমা দেওয়া উচিত।
![PAN Card Updates: একাধিক প্যান আছে? জানেন কী হতে পারে? Holding Multiple PAN Cards Know Implications, Check How To Surrender Online at onlineservices.nsdl.com PAN Card Updates: একাধিক প্যান আছে? জানেন কী হতে পারে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/88aa328ed64a7ce68372f74465903a89_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের আইন অনুযায়ী, কোনও একজন ব্যক্তির কাছে একটির বেশি প্যান (PAN) থাকা অবৈধ। কারও কাছে যদি একটির বেশি প্যান থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে, এমনকী তাঁকে গ্রেফতার করাও হতে পারে। ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক না কেন, একাধিক প্যান থাকলে সমস্যায় পড়তে হতে পারে।
ভারতীয় দণ্ডবিধির ২৭২ বি ধারা অনুযায়ী, কোনও ব্যক্তির কাছে যদি একটির বেশি প্যান থাকে, তাহলে তাঁর ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। এছাড়া কেউ যদি কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে একাধিক প্যান রাখেন, তাহলে ধরা পড়লে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই কারও কাছে যদি একাধিক প্যান থাকে, তাহলে একটি প্যান রেখে বাকিগুলি আয়কর বিভাগের (Income Tax Department) কাছে জমা দিয়ে দেওয়া উচিত।
অনেক সময়ই এমন হয়, অনিচ্ছাকৃতভাবেই একজনের নামে একাধিক প্যান হয়ে যায়। এ বিষয়ে প্রত্যেকেরই সচেতন থাকা উচিত। প্যান কার্ডে যদি কোনও তথ্য যোগ বা সংশোধন করতে হয়, তাহলে নতুন প্যানের জন্য আবেদন করার বদলে সংশোধনের জন্যই আবেদন করা উচিত। অনেক সময় আবার এমনও দেখা যায়, একবার প্যানের জন্য আবেদন করার পর সেটি না পেয়ে ফের আবেদন করেন অনেকে। সেক্ষেত্রেও একজনের নামে একাধিক প্যান হয়ে যায়। এই বিষয়গুলি প্রত্যেকেরই এড়িয়ে চলা উচিত।
একাধিক প্যান থাকবে একটি রেখে বাকিগুলি কীভাবে জমা দেবেন?
১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, অনলাইন বা অফলাইন, দু’ভাবেই প্যান জমা দেওয়া যায়। একইভাবে প্যান কার্ডের তথ্য সংশোধন করার জন্যও আবেদন জানানো যায়। https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html-এ গিয়ে প্রথমে ‘অ্যাপ্লিকেশন টাইপ’, তারপর প্যানের তথ্য বদল বা সংশোধন, ফের প্যান কার্ড প্রিন্টের জন্য আবেদন জানানো যেতে পারে। এরপর ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ই-মেল আইডি-তে টোকেন নম্বর আসবে। এই টোকেন নম্বর ব্যবহার করে ভবিষ্যতে প্যানের তথ্য সংশোধন বা ফের প্যান কার্ড প্রিন্ট করার জন্য আবেদন জানানো যেতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)