Howrah Love Story : রাজমিস্ত্রির সঙ্গে বাড়ি ছেড়েছিলেন, 'টাকা ফুরিয়ে যাওয়ায়' রাজ্যে এসে পুলিশের ফাঁদে হাওড়ার বধূরা
Howrah Love Story Update : নিশ্চিন্দা থানায় মিসিং ডায়রি ও অপহরণের অভিযোগ দায়ের হয়েছে, তাই দুই জা ও দুই রাজমিস্ত্রিকে নিশ্চিন্দা থানায় আজই নিয়ে আসা হচ্ছে
![Howrah Love Story : রাজমিস্ত্রির সঙ্গে বাড়ি ছেড়েছিলেন, 'টাকা ফুরিয়ে যাওয়ায়' রাজ্যে এসে পুলিশের ফাঁদে হাওড়ার বধূরা Howrah Love Story housewives with mason, 'run out of money' return home, police detained Howrah Love Story : রাজমিস্ত্রির সঙ্গে বাড়ি ছেড়েছিলেন, 'টাকা ফুরিয়ে যাওয়ায়' রাজ্যে এসে পুলিশের ফাঁদে হাওড়ার বধূরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/22/adec7aaaa27301237aff39ed8193abd6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া : দুই জায়ের শিশু সন্তানকে নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় নাটকীয় মোড়। আজ সকালে আসানসোল স্টেশন থেকে দুই জা, শিশু, ও ২ রাজমিস্ত্রিকে আটক করল পুলিশ। গত ১৫ ডিসেম্বর হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বাসিন্দা দুই জা নিখোঁজ হন। একজনের সঙ্গে ছিল তাঁর ৭ বছরের সন্তানও।
ঘটনার তদন্তে নেমে প্রকাশ্যে আসে কিছু তথ্য । পুলিশ সূত্রে খবর, বাড়িতে একসময় কাজ করতে আসা ২ জন রাজমিস্ত্রির সঙ্গে ২ জায়ের সম্পর্ক হয়। সেই কারণেই তাঁরা বাড়ি ছেড়ে মুম্বই চলে যান। তারপর মুম্বইতে তাঁরা কোথায় আছে, তার খোঁজ চালায় পুলিশ। এরই মধ্যে টাকা ফুরিয়ে আসে তাঁদের। ফলে সকলে মিলে রাজ্যে ফিরে আসার পরিকল্পনা করেন তাঁরা। আর সেই খবর সূত্র মারফত পৌঁছায় পুলিশের কাছে। এরপরই আসানসোল স্টেশনে নিশ্চিন্দা থানার পুলিশ ও জিআরপি ফাঁদ পাতে। ট্রেন থেকে নামা মাত্র তাঁদের আটক করে পুলিশ।
আরও পড়ুন :
'অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু', মনে করাল দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ দিন
গত বুধবার বেলা ১২ট নাগাদ কেনাকাটা করতে বেরিয়েছিলেন বাড়ির দুই বউ। পরিবার সূত্রে দাবি, ১৫ তারিখ শ্রীরামপুরে শীতের পোশাক কিনতে যাওয়ার কথা ছিল। সঙ্গে ছিল ছোট বউয়ের ৭ বছরের ছেলে। সন্ধে পর্যন্ত কেউ বাড়ি ফিরে না আসায়, নিশ্চিন্দা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। তারপর দু-দিন কেটে গেলেও, এখনও বাড়ি ফেরেনা দুই মহিলা ও তাঁদের এক নাবালক সন্তান। এই পরিস্থিতিতে কার্যত নাওয়াখাওয়া বন্ধ হয়ে যায় হাওড়ার নিশ্চিন্দার কর্মকার পরিবারের।
ঘটনায় যেহেতু নিশ্চিন্দা থানায় মিসিং ডায়রি ও অপহরণের অভিযোগ দায়ের হয়েছে, তাই দুই জা ও দুই রাজমিস্ত্রিকে নিশ্চিন্দা থানায় আজই নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু এরপর কী সিদ্ধান্ত নেবে পরিবার ত্যাগী দুই বধূ। নতুন সঙ্গীদের সঙ্গেই কি শুরু হবে নতুন পথ চলা ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)