Hyderabad IT Raid: আলমারি ভর্তি ঠাসা নোট, ওষুধ কোম্পানিতে আয়কর হানার ছবি ভাইরাল
আনুষ্ঠানিক বিবৃতিতে আয়কর বিভাগ জানিয়েছে যে, ওই ওষুধ কোম্পানির প্রস্তুত পণ্য বেশিরভাগই আমেরিকা, ইউরোপ, দুবাই ও আফ্রিকার দেশগুলিতে রপ্তানি করা হয়।
হায়দরাবাদ: আয়কর বিভাগের তল্লাশি চলাকালে একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটি একটি আলমারি। কিন্তু সেই আলমারিতে ঠাসা তাড়া তাড়া নোট। জানা গেছে, ওই আলমারিতে ১৪২ কোটি টাকার নোট ঠেসে রাখা হয়েছিল। নোট-ভর্তি ওই আলমারির ছবিই সোশাল মিডিয়ার নজর কেড়ে নিয়েছে। কিন্তু এই ঘটনার প্রেক্ষাপট কী, আর কেনই বা নেটিজেন মহলে শোরগোল ফেলেছে এই ছবি?
আসলে আয়কর বিভাগ সাড়ে পাঁচশো কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি হদিশের দাবি করেছে এবং জানিয়েছে গত ৬ অক্টোবর তল্লাশির সময় হায়দরাবাদের একটি প্রথমসারির ওষুধ কোম্পানি তাদের আয়ের উৎস জানাতে না পারায় নগদ ১৪২. ৮৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে আয়কর বিভাগ জানিয়েছে যে, ওই ওষুধ কোম্পানির প্রস্তুত পণ্য বেশিরভাগই আমেরিকা, ইউরোপ, দুবাই ও আফ্রিকার দেশগুলিতে রপ্তানি করা হয়।
এরইমধ্যে নোট-ভর্তি ওই আলমারির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তা সোশাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। ইউজাররা এ বিষয়ে তাঁদের মত অনুযায়ী, প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইউজারের সরস মন্তব্য, হায়দরাবাদের এক ওষুধ কোম্পানিতে আয়কর বিভাগের তল্লাশিতে এই তথ্য সামনে এসেছে। এটা দেখে আমার মনে হচ্ছিল,ওনারা লকারে জামাকাপড় রেখেছেন।
ইউজাররা আলমারিতে রাখা নোটের তাড়া দেখে কোম্পানির মোট সম্পদের একটা আনুমানিক হিসেবে কষারও চেষ্টা করেছেন। এক ইউজার লিখেছেন, এত নগদ টাকা এক ওষুধ কোম্পানি কীভাবে সংগ্রহ করল, তা ভেবে অবাক হয়ে যাচ্ছি।
আর এক ইউজারের মন্তব্য, ব্যস,আমি শুধু এতটা টাকাই চাই।
যদিও আয়কর বিভাগ ওই কোম্পানির নাম জানায়নি।