এক্সপ্লোর
৩ কোটি ৬২ লক্ষ টাকা কর ফাঁকি মামলায় পাকপন্থী কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতা গিলানির দিল্লির ফ্ল্যাট বাজেয়াপ্ত করল আয়কর

নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকায় কাশ্মীরের পাকিস্তানপন্থী কট্টর বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির ফ্ল্যাট বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। আয়কর শাখার ট্যাক্স রিকভারি অফিসার (টিআরও) কর ফাঁকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় গিলানির ফ্ল্যাটটি সিল করে দিয়েছেন বলে জানা গিয়েছে। আয়করের নথি অনুসারে ১৯৯৬-৯৭ থেকে ২০০১-০২ অর্থবর্ষ পর্যন্ত ৩ কোটি ৬২ লক্ষ ৬২ হাজার ১৬০ টাকা কর দেননি গিলানি। আয়কর দপ্তর আয়কর আইনের ২২২ ধারায় (কর খেলাপ) এজন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে, ওই সম্পত্তির হস্তান্তর নিষিদ্ধ করেছে, তাঁকে হস্তান্তর থেকে বিরত থাকতে বলেছে। টিআরও আয়কর শাখার এমন এক আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, যিনি স্বেচ্ছায় কর ফাঁকি দেওয়া লোকজনের মামলা চালান। তাঁকে কর বাকি রাখা লোকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা ও তা নিলামে বেচে বকেয়া কর আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। বিদেশি বিনিময় মুদ্রা আইন ভেঙে বেআইনি ভাবে ১০ হাজার মার্কিন ডলার নিজের কাছে রাখার অভিযোগ সংক্রান্ত ১৭ বছরের পুরানো মামলায় গত মাসে গিলানিকে ১৪.৪০ লক্ষ টাকা জরিমানা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















