এক্সপ্লোর
মাথা কেটে নেব, জন আশীর্বাদ যাত্রা চলাকালীন ক্ষুব্ধ হয়ে কুঠার হাতে দলীয় নেতাকে ধমক হরিয়ানার মুখ্যমন্ত্রীর
কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা খট্টারের এই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন।

নয়াদিল্লি: বিজেপি-র জন আশীর্বাদ যাত্রা চলাকালীন এক দলীয় নেতার আচরণে ক্ষুব্ধ হয়ে কুঠার হাতে তাঁর মাথা কেটে নেওয়ার হুমকি দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। সেই সময় তিনি একটি গাড়ির উপর ছিলেন। তাঁর হাতে একটি কুঠার তুলে দেন এক দলীয় নেতা। সেটি উপরে তুলে ধরেন তিনি। এরপরেই অন্য এক নেতা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন খট্টার। তিনি পিছন ফিরে দলের এক নেতার মাথা কেটে নেবেন বলে ধমক দেন। ওই নেতা হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। এরপর বক্তৃতা শুরু করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা খট্টারের এই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন। তিনি কটাক্ষ করে লিখেছেন, ‘ক্রোধ ও অহংবোধ শরীরের পক্ষে ভাল নয়। খট্টার সাহেব কেন রেগে গেলেন?’
ग़ुस्सा और अहंकार सेहत के लिए हानिकारक हैं!
खट्टर साहेब को ग़ुस्सा क्यों आता है?
फरसा लेकर अपने ही नेता को कहते हैं -
"गर्दन काट दूंगा तेरी" ⬇️
फिर जनता के साथ क्या करेंगे? pic.twitter.com/hCQJAlG7Sx
— Randeep Singh Surjewala (@rssurjewala) September 11, 2019
খট্টার এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। এ বছরের জুনে সেলফি তোলার চেষ্টা করায় এক ব্যক্তিকে ধাক্কা মেরে সরিয়ে দেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তার আগে ফেব্রুয়ারিতে ১৯ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ জানাতে আসা এক বৃদ্ধ দম্পতিকে ধমক দেন খট্টার। ফের বিতর্কে জড়ালেন তিনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















