Corona cases Yesterday: দেশে অব্যাহত করোনার দাপট, পরপর চারদিন চার লক্ষ ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা
দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। ফের দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭৩৮।
নয়াদিল্লি: দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। ফের দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭৩৮। এই নিয়ে পরপর চারদিন আক্রান্তের সংখ্যা থাকল চার লক্ষের বেশি।আর সবমিলিয়ে পাঁচবার দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা ৩,৮৬,৪৪৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪০৯২।
সবমিলিয়ে দেশে মোট আক্রান্তর সংখ্যা ২,২২,৯৬,৪১৪। সুস্থ হয়েছেন ১,৮৩,১৭,৪০৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪২,৩৬২। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৭,৩৬,৬৪৮।
এর আগে শুক্রবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৪,০১,০৭৮।
৮ মে পর্যন্ত দেশ জুড়ে ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার করোনার টিকা দেওয়া হয়েছে। এর আগের দিন ২০ লক্ষ ২৩ হাজার ৫৩২ টিকা দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত দেশে ৩০ কোটি ২২ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল ১৮.৮৫ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি হার ২২ শতাংশ।
দেশে করোনায় মৃত্যর হার ১.০৯ শতাংশ। সুস্থতার হার ৮২ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্ত বেড়ে হয়েছে ১৭ শতাংশের বেশি। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যায় ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। মোট আক্রান্তের সংখ্যাতেও ভারত দ্বিতীয়। অন্যদিকে, আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকোর-র পর ভারতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
মহারাষ্ট্রে প্রথম করোনা সংক্রমণের হদিশ মেলার ১৪ মাস পরে মোট আক্রান্তর সংখ্যা ৫০ লক্ষ পেরিয়ে গিয়েছে। ২০২০-র ৯ মার্চ রাজ্যে দুই আক্রান্তর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর থেকেই রাজ্যে করোনার প্রকোপ বেড়ে চলে। ৯ মের পরিসংখ্যাণ অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষের বেশি। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৫ হাজার জনের বেশি।
রাজধানী দিল্লিতে শনিবার দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১৭,৩৬৪। এই নিয়ে পরপর পাঁচদিন দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচেই থাকল। সবমিলিয়ে দিল্লিতে আক্রান্তর সংখ্যা ১৩,১০,২৩১।