India Corona Updates: দেশে অব্যাহত করোনার দাপট, দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের বেশি, মৃত ৫০৭
তবে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সংক্রমণও কমেছে।
নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। ফের দৈনিক আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের বেশিই থাকল। তবে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সংক্রমণও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের। মহারাষ্ট্র সরকার মৃত্যুর পরিসংখ্যান সংশোধন করায় বুধবার একদিনে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৯৯৮।
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৮৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬৫২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ছিল ৪২ হাজার ১৫। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৩৮,৬৫২। অর্থাৎ অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২২২৪ বেড়ে গিয়েছিল।
গত মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৪। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪৯৯। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫১৮। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৬০। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৪২।
মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩০ হাজার ৯৩। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৮ হাজার ১৬৪। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪১ হাজার ১৫৭। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৮ হাজার ৭৯। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৮ হাজার ৯৪৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২১ জুলাই পর্যন্ত দেশজুড়ে ৪১ কোটি ৭৮ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ২২ লক্ষ ৭৭ হাজার টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, আইসিএমআরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৫ কোটি ৯ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ১৭.১৮ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর পজিটিভিটি হার ৩ শতাংশের কম।