করোনা পরিস্থিতির মধ্যেই ৫ প্রতিবেশী দেশের সঙ্গে ‘এয়ার বাবল’-এর প্রস্তাব ভারতের, বাদ পাকিস্তান
বন্দে ভারত মিশনের মাধ্যমে আরও অনেকগুলি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
Air bubbles have also been proposed with our neighbors Sri Lanka, Bangladesh, Afghanistan, Nepal &Bhutan. Going forward, we will consider such arrangements with other countries also. It is always our endeavour to reach out to every stranded citizen. No Indian will be left behind.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 18, 2020
আজ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী ট্যুইট করে জানিয়েছেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের সঙ্গে এয়ার বাবলের প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর অন্য দেশগুলির সঙ্গেও এই চুক্তির প্রস্তাব বিবেচনা করব আমরা। বিদেশে আটকে থাকা সব নাগরিককে দেশে ফেরানোই আমাদের লক্ষ্য। কোনও ভারতীয়কেই বিদেশে আটকে থাকতে হবে না।’
We continue to further strengthen the reach & scope of VBM. Air Travel arrangements are already in place with USA, UK, France, Germany, UAE, Qatar & Maldives.
We are now taking these efforts forward & are negotiating with 13 more countries to establish such arrangements.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 18, 2020
হরদীপ আরও জানিয়েছেন, বন্দে ভারত মিশনের মাধ্যমে আরও অনেকগুলি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও মলদ্বীপের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ ইতিমধ্যেই চালু হয়েছে। আরও ১৩টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ চালু করার চেষ্টা চলছে। এই দেশগুলি হল ইতালি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, বাহরিন, ইজরায়েল, কেনিয়া, ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইল্যান্ড।
These countries include Australia, Italy, Japan, New Zealand, Nigeria, Bahrain, Israel, Kenya, Philippines, Russia, Singapore, South Korea & Thailand.
The ongoing negotiations will benefit stranded Indians & nationals of these countries.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 18, 2020
শনিবার থেকে কানাডার সঙ্গে ভারতের ‘এয়ার বাবল’ কার্যকর হয়েছে। এবার অন্য দেশগুলির সঙ্গেও এই চুক্তি করতে চলেছে ভারত।