এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
বালাকোটে জইশের সবচেয়ে বড় প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত করেছে ভারত, নিহত প্রচুর জঙ্গি, বললেন বিদেশসচিব, বিকালে সর্বদল বৈঠক, বিস্তারিত জানাবেন সুষমা
![বালাকোটে জইশের সবচেয়ে বড় প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত করেছে ভারত, নিহত প্রচুর জঙ্গি, বললেন বিদেশসচিব, বিকালে সর্বদল বৈঠক, বিস্তারিত জানাবেন সুষমা Indian air strike destroys JeM camp in Pakistan, 'very large number' of terrorists and trainers killed Govt convenes all-party meeting, says foreign secretary, Swaraj to brief opposition leaders বালাকোটে জইশের সবচেয়ে বড় প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত করেছে ভারত, নিহত প্রচুর জঙ্গি, বললেন বিদেশসচিব, বিকালে সর্বদল বৈঠক, বিস্তারিত জানাবেন সুষমা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/02/26085034/foreign-ministry-pc.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পাকিস্তানের ভিতরে ঢুকে বায়ুসেনার জঙ্গি ঘাঁটি ধ্বংস করে পুলওয়ামা হামলার জবাব দেওয়ার প্রশংসা করেছে কেন্দ্রের শাসক শিবিরের পাশাপাশি বিরোধী দলগুলিও। এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিকালে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র। বৈঠকে বিরোধী দলগুলিকে ভারতীয় বায়ুসেনার অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
সূত্রের খবর, বিকাল ৫টায় জওহর ভবনে বসবে ওই বৈঠক। বিদেশমন্ত্রকের দপ্তর সেখানেই।
পুলওয়ামায় আত্মঘাতী হামলায় সিআরপিএফ জওয়ানদের মর্মান্তিক মৃত্যুর জবাবে একেবারে নিখুঁত, পরিকল্পিত অভিযানে ভারতীয় বায়ুসেনা সোমবার শেষরাতে জঈশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বোমা ফেলে। সন্ত্রাসবাদী গোষ্ঠীটির বিরাট সংখ্যক লোকজন, প্রশিক্ষক ও সিনিয়র কমান্ডার মারা গিয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
বিস্তারিত সাংবাদিক বৈঠকে বিদেশসচিব বিজয় গোখেল বলেন, জয়েশ পুলওয়ামার হামলার পরও দেশের নানা জায়গায় ফের আত্মঘাতী হামলা চালানোর ছক কষছে, সেজন্য ফিঁদায়ে বাহিনীকে তৈরিও করছে বলে গোয়েন্দা সূত্রে পাওয়া পাকা খবরের ভিত্তিতেই অভিযান হয়েছে। বিপদ অবশ্যম্ভাবী হয়ে ওঠায় আগেভাগে আঘাত হানা অনিবার্য হয়ে পড়েছিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ ভোরে বালাকোটে জইশের সবচেয়ে বড় প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত করেছে ভারত। প্রচুর সংখ্যায় জইশ সন্ত্রাসবাদী, সিনিয়র কমান্ডার, ট্রেনার, জেহাদি সন্ত্রাসবাদী নিহত হয়েছে, যাদের আত্মঘাতী হামলার জন্য তৈরি করা হচ্ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)