এক্সপ্লোর
Advertisement
বাতের ওষুধে সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত, দাবি আমেরিকার ভারতীয় বিজ্ঞানী মুকেশ কুমারের
এই বিজ্ঞানী জানিয়েছেন, হাড় ও গাঁটে বাত হলে ‘অরাফিন’ নামে যে ওষুধ দেওয়া হয়, সেটাই করোনা আক্রান্তদের শরীরের কোষে দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ফল পাওয়া গিয়েছে।
নয়াদিল্লি: বাতের ওষুধ প্রয়োগ করে করোনা আক্রান্তদের সুস্থ করে তোলা সম্ভব। এমনই দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় বিজ্ঞানী মুকেশ কুমার। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এই ভাইরাস বিজ্ঞানীর নেতৃত্বে একটি দল করোনা আক্রান্তের শরীরের কোষে বাতের ওষুধ প্রয়োগ করেন। তাতে সুফল পাওয়া গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণাপত্র প্রকাশ করে এই সফল পরীক্ষার বিষয়টি জানানো হয়েছে।
এই বিজ্ঞানী জানিয়েছেন, হাড় ও গাঁটে বাত হলে ‘অরাফিন’ নামে যে ওষুধ দেওয়া হয়, সেটাই করোনা আক্রান্তদের শরীরের কোষে দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ফল পাওয়া গিয়েছে। এবার তাঁরা মানুষ ও প্রাণীদের উপর একসঙ্গে এই ওষুধ পরীক্ষা করছেন। চূড়ান্ত ফল জানা যাবে এক থেকে দু’মাসের মধ্যে।
এই বিজ্ঞানীর আসল বাড়ি হরিয়ানার শিরসায়। তিনি মধ্যপ্রদেশের মৌয়ের ভেটারিনারি কলেজ থেকে ভায়রোলজিতে স্নাতক হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে ভাইরাস নিয়ে গবেষণা করছেন। তাঁর মতে, করোনা ভাইরাস মোকাবিলার দু’টি উপায় রয়েছে। প্রথমে ভ্যাকসিন তৈরি করতে হবে। তারপর ওষুধ তৈরি করতে হবে। তাহলেই ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে জয় পাওয়া যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement