এক্সপ্লোর
লাদাখে ১৮,০০০ ফুট উচ্চতায় মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রায় প্রজাতন্ত্র দিবস পালন

নয়াদিল্লি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭০-তম প্রজাতন্ত্র দিবস। দেশের অন্যান্য অংশগুলির পাশাপাশি লাদাখে ১৮,০০০ ফুট উচ্চতায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাতীয় পতাকা উত্তোলন করে ইন্দো-তিবেতান বর্ডার পুলিশের (আইটিবিপি) জওয়ানরা। পুরু বরফের মধ্যেও জওয়ানদের উৎসাহে এতটুকু খামতি ছিল না।
#ITBP personnel celebrating #RepublicDay2019 at 18K Ft and minus 30 degree Celsius somewhere in Laddakh.#Himveers#Himalayas#HappyRepublicDay2019 pic.twitter.com/JOOBobu5ZU
— ITBP (@ITBP_official) January 26, 2019
আইটিবিপি-র পক্ষ থেকে ট্যুইটারে প্রজাতন্ত্র দিবস পালনের ছবি পোস্ট করা হয়েছে। একইসঙ্গে প্রতিকূল পরিবেশে জওয়ানরা কীভাবে সীমান্ত রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন, সেই ভিডিও-ও ট্যুইট করা হয়েছে। এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জওয়ানদের কুর্ণিশ করছেন নেটিজেনরা। ए वतन तेरे लिए...#RepublicDay2019#RepublicDay#Himveers#ITBP pic.twitter.com/WcJicfOuai
— ITBP (@ITBP_official) January 26, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















