লকডাউনের জেরে আয়কর রিটার্ন ফর্মে গুরুত্বপূর্ণ বদল সিবিডিটি-র, জেনে নিন কী কী পরিবর্তন করা হচ্ছে
করদাতাদের কর দাখিল করতে আরও বাড়তি সময় দেওয়া হবে। ৩০ জুন পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পাবেন করদাতারা। বিনিয়োগ করার শেষ তারিখও ৩০ জুন পর্যন্ত বাড়ানো হবে।
নয়াদিল্লি: কোভিড-১৯ লকডাউনের মধ্যে আপামর করদাতাদের সুরাহা দিতে ২০১৯-২০ আর্থিক বছরের (অ্যাসেসমেন্ট ইয়ার ২০২০-২১) আয়কর রিটার্ন ফর্ম (আইটিআর)-এ রদবদল করতে চলেছে আয়কর দফতরের অধীনস্থ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। এর ফলে, করদাতাদের কর দাখিল করতে আরও বাড়তি সময় দেওয়া হবে। সরকারি নির্দেশ অনুযায়ী, মার্চ-এপ্রিলে থাকা পেমেন্ট বা বিনিয়োগের শেষ তারিখও বাড়িয়েছে অন্যান্য সংস্থা। সিবিডিটি জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পাবেন করদাতারা। যে কারণে, আইটিআর ফর্মে প্রয়োজনীয় বদল আনা হচ্ছে। শীঘ্রই তা প্রকাশ করা হবে।
CBDT revising Income Tax Return(ITR) forms to enable taxpayers to avail benefits of timeline extension due to Covid-19 situation.@nsitharamanoffc@Anurag_Office@FinMinIndia#IndiaFightsCorona#StayHomeStaySafe #WeCare pic.twitter.com/V4KOnSPeJq
— Income Tax India (@IncomeTaxIndia) April 19, 2020
এক নজরে দেখে নেওয়া যাক, কোভিড-১৯ লকডাউনের জেরে কী কী পরিবর্তন আনা হচ্ছে আইটিআর-এ --
- কোভিড-১৯ লকডাউনকে মাথায় রেখে ২০১৯-২০ অর্থবর্ষের আইটিআর ফর্মে রদবদল ঘটাচ্ছে সিবিডিটি। চলতি মাসের শেষে সেই নির্দেশিকা জারি করা হবে। রিটার্ন দাখিলের সুবিধা তা ৩১ মে-র মধ্যে জানিয়ে দেওয়া হবে।
- সংশোধিত আইটিআর ফর্ম অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত হওয়া লেনদেনের যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন করদাতারা। জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই এর মেয়াদবদ্ধিও সম্ভবত করতে চলেছে আয়কর দফতর।
- ৮০সি, ৮০ডি, ৮০জি ধারা অনুযায়ী ছাড় দাবি করতে বিনিয়োগ করার শেষ তারিখও ৩০ জুন পর্যন্ত বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
- চলতি ২০২০-২১ অর্থবর্ষের ই-ফাইলিং পরিষেবার মাধ্যমে আয়কর জমা করা ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।