এক্সপ্লোর
কাল বিকেলে নিগমবোধ ঘাটে শেষকৃত্য অরুণ জেটলির
আগামীকাল রবিবার বিকেলে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির। বিজেপি নেতা সুধাংশু মিত্তাল এ কথা জানিয়েছেন। আজ শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক সপ্তাহ তিনি এই হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন। গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

নয়াদিল্লি: আগামীকাল রবিবার বিকেলে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির। বিজেপি নেতা সুধাংশু মিত্তাল এ কথা জানিয়েছেন। আজ শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক সপ্তাহ তিনি এই হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন। গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এইমস থেকে জেটলির মরদেহ তাঁর কৈলাশ কলোনির বাসভবনে নিয়ে যাওয়া হবে। রবিবার সকালে দেহ নিয়ে আসা হবে বিজেপির সদর দফতরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা নিবেদন করবেন । বিজেপি সদর দফতর থেকে তাঁর দেহ শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে আসা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























