জামিয়ায় গুলি চালানোর আগে ফেসবুক লাইভ করে অভিযুক্ত ‘রামভক্ত গোপাল’
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে গুলি করা যুবকের পরিচয় জানাল পুলিশ। হামলার ঠিক আগের মুহূর্তে ফেসবুকে লাইভ ভিডিও করে ওই ব্যক্তি।এদিন সকালে নিজের ফেসবুকে বিভিন্ন পোস্টও করে অভিযুক্ত।
নয়াদিল্লি: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে গুলি করা যুবকের পরিচয় জানাল পুলিশ। ধৃতের নাম গোপাল শর্মা। যদিও ফেসবুকে নিজের নাম ‘রামভক্ত গোপাল’ বলে ঘোষণা করেছে হামলাকারী। আরও আশ্চর্যের বিষয়, হামলার ঠিক আগের মুহূর্তে ফেসবুকে লাইভ ভিডিও করে ওই ব্যক্তি।
এদিন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি সিএএ-বিরোধী মিছিল শুরু হওয়ার কথা ছিল। মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবস উপলক্ষে রাজঘাট পর্যন্ত মিছিল করার কথা ছিল। মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।
কিন্তু, মিছিল শুরুর আগে এক যুবককে প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়। গুলিতে আহত এক যুবক। মিছিলকারীদের দাবি, আন্দোলনকে বদনাম করতেই এধরনের ঘটনা ঘটানো হয়েছে।
পরে, অস্ত্রধারী যুবককে পাকড়াও করল পুলিশ। ধৃত রাম গোপাল গ্রেটার নয়ডার বাসিন্দা। হামলা ও গুলি চালানোর আগে গোপাল যে ফেসবুক লাইভ করেছিল, তাতে তাঁকে কোনও কথা বলতে না শোনা গেলেও, ৪৪-সেকেন্ডের ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, গোপাল সেই জায়গায় ঢুকছেন, যেখানে পড়ুয়ারা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিল।
সব মিলিয়ে মোট চারটি ফেসবুক লাইভ ভিডিও করেছেন গোপাল। সেখানে কোথাও দেখা যাচ্ছে আন্দোলনকারীরা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, কোথাও আবার তেরঙা ওড়াচ্ছে। গোপালের ফেসবুক প্রোফাইলে লেখা: ‘আমার নাম রামভক্ত গোপাল...এটুকুই যথেষ্ট... বাকি সময় এলে... জয় শ্রী রাম।’
এদিন সকালে নিজের ফেসবুকে বিভিন্ন পোস্টও করে অভিযুক্ত। সেখানে একটিতে লেখা, ‘শাহিনবাগ, খেলা শেষ’। আরেকটি পোস্টে লেখা ‘আমার শেষ যাত্রায় জয় শ্রী রাম বলতে বলতে আমাকে গেরুয়া বসনে নিয়ে যেও।’ ধৃতের ফেসবুক প্রোফাইলে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য রয়েছে। তাঁর সবকটি পোস্ট একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছে।