এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডে দুপুর একটা পর্যন্ত ভোট পড়ল ৪৯ শতাংশ, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢুকে বিতর্কে কংগ্রেস প্রার্থী
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ভোট হবে পাঁচ দফায়।
রাঁচি: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে ১৩টি বিধানসভা কেন্দ্রে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটের শুরুতেই গুমলায় মাওবাদী হামলা। ওড়ানো হল ৩টি পুল। তার মধ্যেই চলছে ভোটগ্রহণ। দুপুর একটা পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ ভোট পড়েছে।
এরই মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢুকে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠি। তিনি পালামৌয়ের কোসিয়ারা গ্রামের একটি বুথে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকেন। তাঁকে বাধা দেন বিজেপি প্রার্থী অলোক চৌরাসিয়ার সঙ্গীরা। তাঁদের সঙ্গে ত্রিপাঠির সঙ্গীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
#WATCH Jharkhand: Congress candidate KN Tripathi brandishes a gun during clash between supporters of BJP candidate Alok Chaurasia & Tripathi's supporters. Tripathi was allegedly stopped by BJP candidate's supporters from going to polling booths, in Kosiyara village of Palamu. pic.twitter.com/Ziu8eCq42z
— ANI (@ANI) November 30, 2019
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ভোট হবে পাঁচ দফায়। ২০ ডিসেম্বর পঞ্চম দফার ভোটগ্রহণ। মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও ধাক্কা খেয়েছে এনডিএ জোট। ভোটে একাই লড়ছে বিজেপির জোট শরিক লোকজন শক্তি পার্টি। জোট ছেড়েছে বিজেপির আর এক পুরনো সহযোগী অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নও। শরিকহীন বিজেপি কি পারবে ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে? উত্তর মিলবে ২৩ ডিসেম্বর, নির্বাচনের ফল ঘোষণার দিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement